চলে গেলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী অনুপ ভট্টাচার্য

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও প্রখ্যাত সুরকার অনুপ ভট্টাচার্য। ছবি : সংগৃহীত
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও প্রখ্যাত সুরকার অনুপ ভট্টাচার্য রাজধানীর আসগর আলী হাসপাতালে মারা গেছেন।
হাসপাতালটির জরুরি বিভাগের চিকিৎসক সাবরিনা এনটিভি অনলাইনকে এই নিশ্চিত করে বলেন, ‘আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার কিছু পর উনাকে হাসপাতালে নিয়ে আসা হয়। সাড়ে ৭টার দিকে আমরা যখন ইসিজি করাই তখন উনি মৃত ছিলেন।’
১৯৪৫ সালে অনুপ ভট্টাচার্যের জন্ম। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ‘তীর হারা এই ঢেউয়ের সাগর’, ‘রক্ত দিয়ে নাম লিখেছি’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’, ‘নোঙর তোলো তোলো’সহ বেশকটি সমবেত গানে কণ্ঠ দেন তিনি।
এ ছাড়া অনেক গানেরও সুরারোপ করেন এই গুণী শিল্পী। এর মধ্যে রফিকুল ইসলামের গাওয়া ‘বৈশাখী মেঘের কাছে’ ও মিতালী মুখার্জির কণ্ঠে ‘সুখ পাখি রে’ গান দুটি জনপ্রিয়তা পেয়েছে।