ঢাকায় ‘টম অ্যান্ড জেরি’

বিশ্বের সর্বাধিক পরিচিত ও জনপ্রিয় কার্টুন সিরিজ ‘টম অ্যান্ড জেরি’। শুধু শিশুদের কাছে নয়, সব বয়সের মানুষের কাছে ‘টম অ্যান্ড জেরি’র আবেদন রয়েছে। এই ইঁদুর আর বিড়াল বিশ্বের অন্যতম জনপ্রিয় কার্টুন চরিত্র। ছোট পর্দা ছাড়িয়ে এবার তারা হাজির হলিউডের বড় পর্দায়। ‘টম অ্যান্ড জেরি’ নামেই নির্মিত হয়েছে সিনেমাটি। পরিচালনা করেছেন টিম স্টোরি। প্রযোজনা করেছেন ক্রিস্টোফার ডিফারিয়া। পরিবেশিত হবে ওয়ার্নার ব্রাদার্স পিকচারের ব্যানারে।
আজ ২৬ ফেব্রুয়ারি (শুক্রবার) আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে সিনেমাটি। একই দিনে ঢাকার স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাচ্ছে এ সিনেমা। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।
পাশাপাশি ‘দ্য রেকনিং’ সিনেমাটিও এ দিন মুক্তি দিচ্ছে স্টার সিনেপ্লেক্স। অ্যাডভেঞ্চার হরর ঘরানার এ সিনেমাটি পরিচালনা করেছেন নেইল মার্শাল। ১৬৬৫-৬৬ সালে যখন কোনো প্রযুক্তি ছিল না তখনকার সময়ের একটি গল্পের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে ‘দ্য রেকনিং’ ছবিটি। ১৬৬৫ সালে লন্ডনে সবচেয়ে মারাত্মক বুবোনিক প্লেগ মহামারি আকারে ছড়িয়ে পড়েছিল। মাত্র সাত মাসে লন্ডনের প্রায় এক লাখ অধিবাসীর মৃত্যু হয়েছিল।