বাবা হারালেন কোয়েনা
বলিউড অভিনেত্রী কোয়েনা মিত্রের বাবা বিশ্বনাথ মিত্র (৭৩) আর নেই। গেল পাঁচ মাস কলকাতার একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন।
টাইমস অব ইন্ডিয়ার খবর, ২০২০ সাল থেকে অসুস্থতার কারণে তাঁকে হাসপাতালে নেওয়া-আনা করা হচ্ছিল, বিশেষ করে ওই বছরের অক্টোবর থেকে। এক বছর কলকাতায় বাস করছেন কোয়েনা মিত্র। মাঝেমধ্যে মুম্বাইয়ে যেতেন। চিকিৎসকেরা শত চেষ্টা করেও তাঁর বাবার অবস্থার উন্নতি করতে পারছিলেন না। যথেষ্ট ভুগেছেন তিনি।
এ মাসের শুরুর দিকে কোয়েনা মিত্র একটি বিশেষ পোস্ট দিয়েছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ৫ মার্চ টুইট-বার্তায় তিনি বাবার সঙ্গে তোলা শৈশবের ছবি শেয়ার করেছিলেন। লিখেছিলেন, ‘বাবা, ফের আমাদের দেখা হবে, অন্য জীবনে, অন্য গল্পে।’ একটি ছবিতে বাবার বাহুবন্ধনে দেখা যাচ্ছে ছোট্ট কোয়েনাকে। অন্য ছবিতে বিশ্বনাথ মিত্র গিটার বাজাচ্ছেন।
কোয়েনা মিত্র জানিয়েছেন, তাঁর মা কলকাতায় বাস করেন। মুম্বাই থেকে প্রায় কলকাতায় যাবেন তিনি এবং মায়ের দেখভাল করবেন।