বিয়েতে ‘সিম্পল’ আলিয়ার গর্জিয়াস শাড়ি, দাম ৫০ লাখ
রণবীর কাপুরের বিয়েতে মনখারাপ করেছেন যেসব তরুণী, তাঁরাও নিশ্চয়ই বিয়ের দিন আলিয়া ভাটের ‘সিম্পল’ সাজে মুগ্ধ হয়েছেন। হালকা মেকআপে সব আলো কেড়েছে আলিয়ার লুক।
পত্রপত্রিকার খবর, খ্যাতিমান ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা শাড়িতে আলিয়ার বিয়ের সাজ ছিল সবার চেয়ে আলাদা। সাদা ও সোনালি রঙের জারদৌসি শাড়ি আর সোনালি ওড়নায় আলিয়ার থেকে চোখ সরানো ছিল দায়। বিয়েতে সাবেকি রং লাল বা গোলাপি নয়, বিয়ের রং হিসেবে আলিয়া-রণবীর বেছেছেন সাদা।
বিয়েতে ‘সিম্পল’ আলিয়ায় নেটিজেন মুগ্ধ হলেও তাঁর বিয়ের শাড়ি যে গর্জিয়াস, তা বলার অপেক্ষা রাখে না। ভারতের ফ্যাশন ও জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের এক প্রতিবেদন দাবি করছে, আলিয়া বিয়েতে যে শাড়ি পরেছিলেন, সেটির দাম ৫০ লাখ রুপির ওপরে।
পাঁচ বছর প্রেমের পর বলিউডের অন্যতম জনপ্রিয় প্রেমিকযুগল রণবীর কাপুর ও আলিয়া ভাট আনুষ্ঠানিকভাবে স্বামী-স্ত্রী হয়েছেন ১৪ এপ্রিল। রণবীরের বাসভবন বাস্তু ভবনে ওই দিন ভারতীয় সময় দুপুর ৩টার দিকে সাতপাকে বাঁধা পড়েন রণবীর-আলিয়া।