রণবীর নয়, সারা রাত কার সঙ্গে কাটল আলিয়ার?
দুই বছর পর অবশেষে বলিউডের স্বনামধন্য পরিচালক সঞ্জয় লীলা বানসালির ‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’র শুটিং শেষ হয়েছে। সিনেমার কেন্দ্রীয় ভূমিকায় রয়েছেন আলিয়া ভাট। সামাজিক পাতায় সেসব অভিজ্ঞতা বর্ণনা করেছেন এ চিত্রনায়িকা। তবে অবসর নেই আলিয়ার।
‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’র শুটিং শেষে রাতে ডেট করার জন্য প্রস্তুত আলিয়া ভাট। আপনি কি ভাবছেন, এই ডেট প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে? না, তেমনটা হচ্ছে না। কারণ, এরই মধ্যে নতুন প্রকল্পে হাত দিয়েছেন আলিয়া ভাট।
ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, সেই নতুন প্রকল্পের জন্য সারা রাত সময় দিয়েছেন আলিয়া ভাট। মানে, ‘ডার্লিংস’ সিনেমার চিত্রনাট্য পড়ে। ইনস্টা-স্টোরিতে এ চিত্রনায়িকা নিজেই লিখেছেন, ‘আমার আজকের ডেট।’
সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান খুলেছেন আলিয়া ভাট, নাম এটারনাল সানশাইন প্রডাকশনস। ‘ডার্লিংস’ সিনেমা দিয়ে প্রযোজক হিসেবে আবির্ভূত হবেন আলিয়া। সিনেমাটি সহ-প্রযোজনা করছেন শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্ট। এ সিনেমায় আলিয়ার সঙ্গে অভিনয় করবেন শেফালি শাহ, রোশান ম্যাথিউ ও বিজয় ভার্মা। এ ডার্ক কমেডি পরিচালনা করবেন জসমিত কে রীন।
আলিয়া ভাটকে আগামীতে দেখা যাবে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায়, যেখানে রয়েছেন তাঁর প্রেমিক রণবীর কাপুর। এটি ট্রিলজি, এর প্রথম অংশের কাজ চলছে। এতে আরও অভিনয় করছেন মেগাস্টার অমিতাভ বচ্চন, নাগার্জুন ও মৌনী রায়। এ ছাড়া তাঁর হাতে রয়েছে এস এস রাজামৌলির ‘আরআরআর’।