লালনের কথায় মিজানের ‘যত দূরে যাও’

বাংলাদেশ পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা দেওয়ান লালন আহমেদ বাপ্পী গীতিকবির আসছে নতুন গান ‘যত দূরে যাও’। গানটিতে কণ্ঠ দিয়েছেন মিজান রহমান। সুর ও সংগীতায়োজনে রাজিব হোসাইন। গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।
গানটি নিয়ে দেওয়ান লালন আহমেদ বাপ্পী জানান, ‘প্রিয়তমার অসহ্য বিরহ বেদনায় কাতর হৃদয়ের অভিব্যক্তি হচ্ছে গানটি। বেদনার চোরাবালিতে ডুবে যাওয়া এক প্রেমিক হৃদয়ের আর্তনাদের গান এটি। আমি আশা করছি, গানটি শ্রোতাদের ভালো লাগবে।’
মিজান রহমান জানালেন, ‘লালনের কাব্যমালায় কী যেন একটা আছে, যা হৃদয়ের কোনে গিয়ে ঘুরপাক খায়। তাঁর গান গাইতে আমার বরাবরই ভালো লাগে। যত দূরে যাও শিরোনামের গানটি প্রাণখুলে গাওয়ার চেষ্টা করেছি। বাকিটা রিলিজের পর শ্রোতাদের বিবেচনা।’

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, আগামীকাল ১১ আগস্ট তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে ‘যত দূরে যাও’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশি-বিদেশি একাধিক অ্যাপে।