৬০ তলা ভবন থেকে ঝাঁপ দিয়ে মার্কিন সুন্দরীর আত্মহত্যা

৬০ তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন মার্কিন সুন্দরী চেসলি ক্রিস্ট, যিনি ২০১৯ সালে মিস ইউএসএ নির্বাচিত হয়েছিলেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল প্রতিবেদনে জানিয়েছে, গতকাল ৩০ বছর বয়সী এই সুন্দরী স্থানীয় (মার্কিন সময়) সময় ৭টা ১৫ মিনিটে ম্যানহাটনে আত্মহত্যা করেন বলে সন্দেহ করা হচ্ছে। ৬০ তলা ওরিয়ন বিল্ডিংয়ের নয় তলায় তাঁর একটি ফ্ল্যাট ছিল। চেসলিকে শেষ দেখা গিয়েছিল ২৯ তলায়।
চেসলির মৃত্যুতে রহস্য দানা বেঁধেছে। কেন তিনি আত্মহননের সিদ্ধান্ত নিলেন, সেই বিষয়টি স্পষ্ট নয়।
২০১৯ সালে চেসলি ক্রিস্ট উত্তর ক্যারোলিনার প্রতিনিধিত্ব করেছিলেন এবং একই বছরে মিস ইউএসএ খেতাব জিতেছিলেন। মডেলিংয়ের পাশাপাশি তিনি পেশায় আইনজীবীও ছিলেন। মানসিক স্বাস্থ্যের বিষয়ে সোচ্চার ছিলেন এই সুন্দরী।
মৃত্যুর আগে এই মার্কিন সুন্দরী ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘এই দিনটি আপনার জন্য স্বস্তি ও শান্তি নিয়ে আসুক।’
চেসলি ক্রিস্ট উইনস্টন-সালেমের ওয়েক ফরেস্ট ইউনিভার্সিটি স্কুল থেকে পড়াশোনা করেছেন। ইউনিভার্সিটি অব সাউথ ক্যারোলাইনা থেকে স্নাতক সম্পন্ন করেছেন।