ডিরেক্টরস গিল্ড অ্যাওয়ার্ড জিতলেন ইনারিতু

অস্কার দৌড়ে এগিয়ে গেলেন মেক্সিকান পরিচালক আলেজান্দ্রো গনজালেস ইনারিতু। হলিউড পরিচালকদের ভোটে বার্ডম্যান ছবির জন্য ৬৭তম ডিরেক্টরস গিল্ড অ্যাওয়ার্ড জিতেছেন তিনি।
গত ১১ বছরের মধ্যে ১০ বছরই ডিরেক্টরস গিল্ডের সাথে মিলে গেছে অস্কারের পুরস্কার। অতীতের সঙ্গে তুলনা করলে বলা যায় অস্কার বা অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে এগিয়ে থাকবেন ইনরিতুই। আগামী ২২ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে ৮৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড। আর ভোটাভুটি শেষ হবে ১৭ তারিখে।
ডিরেক্টরস গিল্ড পুরস্কার পেয়ে বেশ খুশি ইনারিতু। তিনি বললেন, এই পুরস্কার পাওয়ার কথা কখনোই ভাবেননি তিনি। পরিচালকদের ভোটেই জিতেছেন এই পুরস্কার। আর সে জন্য সবাইকে ধন্যবাদ জানান তিনি। তাঁর কাছে এটা অলৌকিক ঘটনা!
সাবেক মার্কিন গুপ্তচর অ্যাডওয়ার্ড স্নোডেনকে নিয়ে নির্মিত ডকুমেন্টারি সিটিজেন ফোরের জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন লরা পোয়েট্রাস। টেলিভিশনের জন্য তৈরি মুভির জন্য পুরস্কার পেয়েছেন লিসা চোলোডেংকো। অলিভ কিটেরিজ ছবির জন্য পুরস্কার জিতেছেন তিনি।
টেলিভিশন সিরিজ হোমল্যান্ড : ফ্রম এ টু বি অ্যান্ড ব্যাক অ্যাগেইনের জন্য পুরস্কার জিতেছেন লেসলি লিংকা গ্ল্যাটার। ট্রান্সপারেন্ট : বেস্ট নিউ গার্ল সিরিজের জন্য কমেডি সিরিজের সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন জিল সলোওয়ে। লেট নাইট উইথ জিমি ফ্যালনের জন্য ডেভ দিয়োমেদি পেয়েছেন সেরা পরিচালকের পুরস্কার।