শুরু হলো নতুন চলচ্চিত্র, নতুন নির্মাতাদের উৎসব

ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে ‘নতুন চলচ্চিত্র, নতুন নির্মাতা’শিরোনামে বাংলাদেশের চলচ্চিত্রকারদের নির্মিত স্বল্পদৈর্ঘ্য,পূর্ণদৈর্ঘ্য এবং প্রামাণ্যচিত্রের প্রতিযোগিতামূলক চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে। এই কার্যক্রম চলবে বছরব্যাপী।
উৎসবে মে মাসে প্রদর্শনীর জন্য জমা হওয়া চলচ্চিত্র থেকে ১০টি চলচ্চিত্র নির্বাচন করেছেন বিচারকমণ্ডলী। নির্বাচিত হয়েছে সাতটি স্বল্পদৈর্ঘ্য কাহিনী, একটি অ্যানিমেটেড কাহিনী, একটি প্রামাণ্যচিত্র ও একটি পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র। আজ ২৮ মে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রদর্শিত হচ্ছে নির্বাচিত চলচ্চিত্রগুলো।
উৎসবে প্রদর্শনীর জন্য নির্বাচিত চলচ্চিত্র ও প্রদর্শনসূচি
বিকেল ৩টায় প্রামাণ্য চলচ্চিত্র ‘ম্যানিফেস্টো অব সিনেমা’ নির্মাতা সুরভী জাহান ও আব্দুল মোনায়েম এবং স্বল্পদৈর্ঘ্য কাহিনীচিত্র ‘বিবেক’নির্মাতা সাইফ সুমন।
বিকেল ৫টায় ছয়টি স্বল্পদৈর্ঘ্য কাহিনী ও একটি অ্যানিমেটেড কাহিনীচিত্র। স্বল্পদৈর্ঘ্য কাহিনীচিত্র ‘লড়াই’নির্মাতা মোকাদ্দেম মোরশেদ, ‘জাদুর সাঁকো’নির্মাতা সন্দিপ বিশ্বাস, ‘এক রাতের গল্প’নির্মাতা তারেক আহমেদ, ‘রঙ্গিন ঘুড়ি’নির্মাতা জায়েদ সিদ্দিকী, ‘দ্য অ্যাডভেঞ্চারার’নির্মাতা রফিকুল আনোয়ার রাসেল, ‘দ্য ডেমোক্রেসি' নির্মাতা আসাদ জামান এবং অ্যানিমেটেড কাহিনীচিত্র ‘দ্য লাইফ অব টরপিড’ নির্মাতা শরিফুল অনিক।
নির্মাতা মুরাদ পারভেজ নির্মিত পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র ‘বৃহন্নলা’প্রদর্শিত হবে সন্ধ্যা ৭টায়।