জন্মদিনে আড্ডা দেবেন নিপুণ

চিত্রনায়িকা নিপুণ। ছবি : আরিফ আহমেদ
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নিপুণের জন্মদিন আজ। জন্মদিনে নিপুণ তাঁর একমাত্র মেয়ে তানিশাকে অনেক মিস করছেন বলে জানান। তানিশা দেশের বাইরে পড়াশোনা করছেন। এবারের জন্মদিন নিপুণ পালন করবেন তাঁর প্রিয় বিনোদন সাংবাদিকদের সঙ্গে, সন্ধ্যায় ঘরোয়া আড্ডায়। মিডিয়ায় দীর্ঘদিন কাজ করলেও এবারই প্রথম এমন আড্ডার আয়োজন করতে যাচ্ছেন নিপুণ।
বর্তমানে নিপুণ তৌকীর আহমেদ পরিচালিত ‘অজ্ঞাতনামা’ চলচ্চিত্রে কাজ শুরু করেছেন। রাজবাড়ীর পাংশায় চলচ্চিত্রের শুটিং করছেন তিনি। জন্মদিন উপলক্ষে এখন ঢাকায় অবস্থান করছেন ঢালিউডের জনপ্রিয় মিষ্টিভাষী এই নায়িকা।
নিপুণ অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো ‘চাঁদের মতো বউ’, ‘পদ্মা পাড়ের পার্বতী’, ‘কোটি টাকার ফকির’ ও ‘তবুও তুমি আমার’।