জুরাসিক ওয়ার্ল্ডের ডাইনোসর এবার ঢাকায়

জুরাসিক পার্কের ভয়ঙ্কর সব ডাইনোসরের কথা নিশ্চয় ভুলে যাননি সিনেমাপ্রেমীরা? সেই ডাইনোসররাই ফিরে এসেছে আবার। জুরাসিক পার্কে ভয়ঙ্কর ওই হামলার ২২ বছর পরের ঘটনা নিয়ে তৈরি হয়েছে জনপ্রিয় এই চলচ্চিত্রের নতুন সিক্যুয়াল। এবারের ইন্সটলমেন্টে দেখা যাবে, নতুন করে সাজানো হয়েছে ডাইনোসরদের থিম পার্কটিকে। আর এর নাম দেওয়া হয়েছে জুরাসিক ওয়ার্ল্ড। জন হ্যামন্ডের স্বপ্নকে পুরোপুরি সত্যি করা হয়েছে এবারের পার্কে।
তবে পার্কে দর্শকসংখ্যা কমে যাওয়ায় নতুন কিছু উদ্যোগ নেয় কর্তৃপক্ষ, আকর্ষণ বাড়ানোর জন্য। কিন্তু এই ‘আকর্ষণ’ই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ায় পার্ক কর্তৃপক্ষের জন্য।
জমজমাট ডাইনোসর এই মুভি পরিচালনা করেছেন কলিন ত্রেভরো। ‘জুরাসিক ওয়ার্ল্ড’ ছবিটি আগামী ১২ জুন মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে। বাংলাদেশের দর্শকদের জন্য সুখবর হলো একই দিনে ঢাকার যমুনা ফিউচার পার্কে ব্লকবাস্টারেও ছবিটি মুক্তি দেওয়া হবে।
ছবিটি জুরাসিক পার্ক ফিল্ম সিরিজের চতুর্থ কিস্তি। ছবিটিতে অভিনয় করেছেন ক্রিস প্র্যাট, ব্রাইস ডালাস হাওয়ার্ড, টাই সিম্পকিন্স প্রমুখ।