দীপিকা বলেছিলেন ‘দারুণ’: প্রীত রেজা

স্বপ্নের বলিউড নায়িকা দীপিকা পাডুকোন গত ৩০ মে ঢাকা সফরে এসেছিলেন। লাক্সের প্রচারণার অংশ হিসেবে প্রথমবারের মতো ঢাকায় আসেন ২৯ বছর বয়সী এই অভিনেত্রী। দীপিকার আগমন উপলক্ষে বসুন্ধরা কনভেনশন হলে সন্ধ্যায় জমকালো অনুষ্ঠান হয়। তাহসানের উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় সেদিন।
ওই অনুষ্ঠানে জনপ্রিয় আলোকচিত্রী প্রীত রেজা দীপিকার সঙ্গে কথা বলেন এবং ছবি তোলেন। এনটিভি অনলাইনের সঙ্গে সেই দিনের স্মৃতি ভাগাভাগি করেন প্রীত রেজা।
দীপিকার ছবি তোলার সময় কী কথা হয়েছে তাঁর সঙ্গে? জবাবে প্রীত বলেন, “অনুষ্ঠানে সবাই অনেক উত্তেজিত ছিলেন। দীপিকার সঙ্গে অনেকক্ষণ কথা বলার কোনো সুযোগ ছিল না। আমি ছবি তোলার ফাঁকে দীপিকাকে প্রশ্ন করি, ‘কেমন আছেন? বাংলাদেশ কেমন লাগছে?’ দীপিকা উত্তর দেন, ‘ভালো আছি। বাংলাদেশের মানুষ খুব আন্তরিক। তাদের আতিথেয়তা দেখে আমি মুগ্ধ।’”
দীপিকা কি আপনার তোলা ছবিগুলো দেখেছিলেন? প্রশ্ন শুনে প্রীত রেজা বলেন, “ছবি তোলার আগে দীপিকার অনুমতি আমি নিয়েছিলাম। খুব স্বাচ্ছন্দ্যে তিনি সম্মতি দেন। ছবি তোলার পর ছবি দেখে দীপিকা বলেছিলেন, ‘দারুণ’।”
অনুষ্ঠানের বাইরে আলাদাভাবে দীপিকার ফটোশুট করতে চেয়েছিলেন প্রীত রেজা।
কিন্তু শেষ পর্যন্ত সেটা করা হয়নি। তারপরও প্রিয় অভিনেত্রীর ছবি তুলে বেশ আনন্দিত তিনি। প্রীত রেজা বলেন, ‘দীপিকা অভিনীত প্রায় সব ছবি আমি দেখেছি। দীপিকার অভিনয় অনেক ভালো লাগে।’