চারবেলা
বন্ধু ছাড়া জীবন চিন্তা করা অসম্ভব : আইরিন

আইরিন আফরোজ এ সময়ের ব্যস্ত মডেল ও অভিনেত্রী। মডেলিং, ফটোশুট, বিজ্ঞাপন নিয়ে ব্যস্ত থাকলেও অভিনয়ের ব্যাপারেও অনেক সিরিয়াস এখন আইরিন। আসছে ঈদ উপলক্ষে বেশ কিছু খণ্ড নাটকে কাজ করেছেন তিনি। আজ আমরা জানব, ছুটির দিনে কী করে কাটে আইরিনের চারবেলা।
আইরিনের সকাল
আমার যেদিন শুটিং থাকে না সেদিন আমি ঘুম থেকে দেরি করে উঠি। সকাল ১১টায় আমার ঘুম ভাঙে। তারপর সকালে নাস্তা খাই। নাস্তায় হালকা খাবার আমার পছন্দ। কারণ আমি ডায়েট করি।
আইরিনের দুপুর
দুপুরে আমি সাধারণত ঘুমাই না। বাসায় থাকলে মায়ের কাজগুলো করার চেষ্টা করি।
আমার ছুটি থাকলে আম্মু খুব সকালে আমাকে বলবে, ‘আজ তোর ছুটি, তুই সবকিছু করবি। আমার আজ ছুটি’। আম্মুর এই কথাটা আমি খুব উপভোগ করি। দুপুরে আমিই রান্না করি। আব্বু-আম্মু বলে আমি নাকি ভালো রান্না করতে পারি। আমার রান্না খেয়ে সবাই প্রশংসা করলেও আমার কিন্তু অতটা ভালো লাগে না। তবে রান্না যেমনই হোক না কেন এই কাজটা করতে অনেক ভালো লাগে আমার। রান্না করা শেষ হলে নিজের ঘর গোছাই। এই তো এভাবে কেটে যায় আমার দুপুর।
আইরিনের বিকেল
আমি খুব বন্ধু পাগল। তবে মিডিয়ার সহকর্মী ও বন্ধুদের সঙ্গে আমার আড্ডা দেওয়া হয় না। বিকেল হলে আমার মিডিয়ার বাইরের বন্ধুদের সঙ্গে ঘোরাফেরা করা হয়। কখনো বন্ধুদের বাসার ছাদে কখনো বা রেস্টুরেন্টে। তবে ছুটি পেলে বন্ধুদের সঙ্গে আড্ডা দেই। এটা কখনো মিস হয় না। বন্ধু ছাড়া জীবন চিন্তা করা অসম্ভব।
আইরিনের রাত
রাতে একটু ফেসবুকিং করি। টিভি দেখি। একটু আলসেমি করে রাত কেটে যায়। বেশির ভাগ সময় রাতের খাবার বন্ধুদের সঙ্গে বাইরে খাওয়া হয় আমার।