জন্মদিন
দর্শকের ভালোবাসায় আমি মুগ্ধ : শিরিন শিলা

ছবির নাম ‘এক মিনিট’। শুটিংয়ের তারিখ পড়েছে আজ। কিন্তু শিরিন শিলা তো আজ বার্থডে গার্ল! তাই শুটিং স্থগিত। হ্যাঁ আজ নায়িকা শিরিন শিলার জন্মদিন। কততম? সে না হয় না-ই জানলেন!
তবে এটা জেনে রাখুন ‘এক মিনিট’ চলচ্চিত্রটি পরিচালনা করছেন রাজু চৌধুরী। আর জন্মদিন উপলক্ষে আজ নয়, আগামীকাল শুটিংয়ে অংশ নেবেন শিরিন শিলা। কারণ জন্মদিনটা নিজের পরিবারের সঙ্গেই কাটাতে চান শিলা। তা ছাড়া অনলাইনে ভক্ত ও বন্ধুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতেও সময় প্রয়োজন! সেই কাজটিই তিনি করেছেন সকাল থেকে।
জন্মদিনে নায়িকা শিরিন শিলা বলেন, ‘এই জন্মদিনে এসে অনুভব করলাম যে চলচ্চিত্রের প্রতি আমার দায়িত্ব অনেক বেড়ে গেছে। শখের বসে নায়িকা হতে এসে ছিলাম। কিন্তু দর্শকদের ভালোবাসায় আমি মুগ্ধ। ভক্ত-দর্শকরা সকাল থেকেই আজ আমাকে উইশ করছে। তাদের এই ভালোবাসাটা ধরে রাখার জন্য আরো কাজ করতে হবে। তবে এতটুকু বলতে পারি, আমি অভিনয়ে আরো সিরিয়াস থাকব। ভক্তদের ভালোবাসা আমার মধ্যে একধরনের ভয়ের জন্ম দেয়। কারণ আমার ভালো কাজের জন্যই তারা ভালোবেসেছে, আবার খারাপ কাজের জন্য ছুড়ে ফেলবে। যে কারণে আমি আরো বেশি সিরিয়াস। এখন থেকে আরো বুঝেশুনে কাজ করব।’
জন্মদিনে বিশেষ কোনো পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নের উত্তরে শিরিন শিলা বলেন, ‘আমি আমার জন্মদিনে পরিবারের সবার সঙ্গে থাকতে চাই। রোজার কারণে এবারের জন্মদিনে কোনো ধরনের আয়োজন করছি না। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার ভবিষ্যৎ জীবনটা ভালোভাবে কাটাতে পারি এবং সবাইকে ভালো ভালো কাজ উপহার দিতে পারি।’
ছোটবেলার জন্মদিনের কথা স্মরণ করে শিলা বলেন, ‘ছোটবেলায় জন্মদিনে আমরা ছোটরা খুব মজা করতাম। আশপাশের সব ছোটদের এক আড্ডা হতো বাসায়। সেই সব ছোটবেলার সাথীদের কথা খুব মনে পড়ে। আর আমরা সবাই নিজের কাজে ব্যস্ত, অনেকের কথা হয়তো ভুলেও গেছি। যে যেখানে আছে, সবাইকে কৃতজ্ঞতা, আমার জন্য সবাই দোয়া করবেন।’
শিলা বর্তমানে ‘এক মিনিট’ ছবির শুটিং নিয়েই ব্যস্ত আছেন। ছবিতে শিলার সহশিল্পী হিসেবে কাজ করছেন তানভীর তনু। এ ছাড়া ছবিটিতে আরো অভিনয় করছেন অর্পণ সাইদ, তিথী, ইভানা, অমিত হাসান, মিজু আহমেদ, শিবা সানু ও ডি জে সোহেল।