নারী নির্যাতনবিরোধী ডকুফিল্ম ‘সাইরেন’

ঘটে যাচ্ছে একের পর এক নির্যাতন-নিপীড়নের ঘটনা। যা ঘটছে বেশির ভাগই এখন প্রকাশ্যে ঘটছে। জনসমক্ষে এসব ঘটনা ঘটে যাচ্ছে, অথচ কোনো প্রতিকার নেই, প্রতিরোধ নেই। দেখেও না দেখার ভান, শুনেও না শোনার একটি প্রবণতা, একটি প্রতিবাদহীনতার সংস্কৃতির প্রচলন ঘটে গেছে। এসব ঘটনা তুলে ধরেই নির্মিত হলো ডকুফিল্ম ‘সাইরেন’।
লাস্ট বেঞ্চ প্রোডাকশনের এই ডকুফিল্মটির দৈর্ঘ্য ৫ মিনিট ৩০ সেকেন্ড। এটি রচনা ও পরিচালনা করেছেন আবদুল্লাহ মাহফুজ অভি। শুক্রবার ডকুফিল্মটি ইউটিউবে ছাড়া হয়েছে।
‘সাইরেন’ সম্পর্কে এর পরিচালক আবদুল্লাহ মাহফুজ অভি বলেন, ‘আমরা সাইরেন-এর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি এই সমাজের নির্বাক অংশকে। যারা একের পর এক মেনে নিচ্ছে চোখের সামনে ঘটে যাওয়া অন্যায়গুলো এবং একসময় যে তাদেরকেই এসব ঘটনার শিকার হতে হবে, সেই চিরসত্য অমোঘ ইতিহাসের কথাও বলেছি। তাই গণপ্রতিরোধ ছাড়া উপায় নেই।’
আবদুল্লাহ মাহফুজ অভি আরো বলেন, “আমরা চেষ্টা করেছি, খুব অল্প সময়ে সহজেই মানুষের কাছে মূল মেসেজটি পৌঁছে দেওয়ার জন্য। আমরা আমাদের দায়বোধ থেকেই এই সাইরেন নির্মাণ করেছি। এখানে চোখ ধাঁধানো সেট নেই, উত্তর-আধুনিক শিল্প নেই, যা আছে তা হলো এই সমাজের রূঢ় বাস্তবতা। আমাদের বন্ধু, পরিবার-স্বজনদের জন্য একটি নিরাপদ সমাজ নির্মাণের স্বপ্ন থেকেই এই ‘সাইরেন’ বানিয়েছি। আমাদের একটাই লক্ষ্য, প্রতিবাদ-প্রতিরোধের এই সাইরেন ছড়িয়ে পড়ুক সবখানে।”