আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাচ্ছে বাংলাদেশের ‘রঙিন ঘুড়ি’

দক্ষিণ কোরিয়ায় চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত হয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রঙিন ঘুড়ি’ বা Colour Kite। তরুণদের জন্য এশিয়ার বৃহত্তম এই চলচ্চিত্র উৎসবের নাম ‘সিউল ইয়ুথ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’। উৎসবের প্রতিযোগিতা বিভাগে আমন্ত্রিত হয়েছে ছবিটি।
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে এবারের উৎসবের ১৭তম আসর বসবে আগামী ৫ থেকে ১২ আগস্ট।
‘রঙিন ঘুড়ি’ ছবিটি নির্মাণ করেছেন জায়েদ সিদ্দিকী। ছবিটি নির্মিত হয়েছে এক পথশিশুর গল্প নিয়ে। যে লেখাপড়া করতে চায়, স্কুলে যেতে চায়। কিন্তু সামাজিক বঞ্চনা তার স্বপ্নের পথে কাঁটা হয়ে দাঁড়ায়। চলচ্চিত্রের মূল ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী শেলী আহসান ও পথশিশুর ভূমিকায় অভিনয় করেছে হাবিব আরিন্দা।
ছবিটি নির্মিত হয়েছে হোমো রিফ্লেক্টর প্রোডাকশনসের ব্যানারে। এর আগে ছবিটি বাংলাদেশে অষ্টম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। উৎসবে ইয়ুথ ট্যালেন্ট অ্যাওয়ার্ড বিভাগে প্রতিযোগিতা করেছিল ছবিটি।