দুর্ঘটনার কবলে নোভা, নিহত গাড়িচালক

অভিনেত্রী নোভা। ছবি : সংগৃহীত
অভিনেত্রী নোভা ও তাঁর স্বামী পরিচালক ও চিত্রগ্রাহক রায়হান খান দুর্ঘটনার শিকার হয়েছেন। কুমিল্লার বিশ্বরোডে আজ ভোরে এ দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। দুর্ঘটনায় মারা গেছেন মাইক্রোবাসটির চালক। গাড়িতে আরো ছিলেন নোভার বড় বোন অন্তরা ফিরোজ ও ভাগ্নি প্রত্যাশা। তাঁরা প্রত্যেকেই গুরুতর আহত হন।
আহত হওয়ার পর তাঁদের সবাইকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নোভার স্বামী ও বোন-ভাগ্নিকে নেওয়া হয়। সেখানে তাঁরা চিকিৎসাধীন রয়েছেন।
নিজের ফেসবুক পেজে নোভা লেখেন, ‘আল্লাহর অশেষ রহমতে আমরা আজ মৃত্যুর মুখ থেকে ফিরে এলাম। প্রত্যাশা, দিদি আর রায়হান অনেক আহত। দিদির দুটো পা ভেঙে গেছে। গাড়ির চালক মারা গেছেন।’