প্লেবয় মডেল চালালেন প্লেন, পাইলট বরখাস্ত

প্লেবয় ম্যাগাজিনের ‘প্লেমেট’ মডেলকে কাছে পেলে একটু উচ্ছ্বাস প্রকাশ করা অস্বাভাবিক নয়। তাই বলে দায়িত্বশীল কেউ যদি পুরো হুঁশজ্ঞান খুইয়ে ফেলেন, তাহলে তো বিপদ। এমন এক কাণ্ডেরই খেসারত দিতে হলো দুই আর্জেন্টাইন বিমানচালককে। ম্যাশেবলের খবরে জানা গেল, প্লেবয়ের এক লাস্যময়ী মডেলকে নাকি রীতিমতো প্লেন চালাতে দিয়েছিলেন তাঁরা।
মডেলের নাম বিক্তোরিয়া জিপোলিতাকিস। প্লেবয় ম্যাগাজিনের গ্রিক সংস্করণের জন্য ক্যামেরার সামনাসামনি হয়েছেন এর আগে। সুতরাং নামডাক মন্দ নয় তাঁর। দুই পাইলটের আমন্ত্রণে বিমানের ককপিটে আসেন তিনি, ছবি তোলেন, তার পর পাইলটদের ‘আপনি চাইলেই চালাতে পারেন, আমরা আছি না!’ মার্কা আমন্ত্রণ ও সহায়তায় খানিকক্ষণ চালিয়ে ফেলেন পুরো প্লেন। এ সময় ঘটনা ভিডিও করা হয়, সেই ভিডিও ফাঁস হয়েই বিপদ হয়েছে দুই পাইলটের।
আর্জেন্টিনার একটি স্থানীয় এয়ারলাইন থেকে এ কারণে জিপোলিতাকিসকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এ সময় এ প্রতিষ্ঠানের কোনো উড়ালযানের ধারেকাছে ঘেঁষতে পারবেন না তিনি। ‘অস্ত্রাল লিনিয়াস অ্যারেয়াস’ নামক এই প্রতিষ্ঠানটির প্লেনেই এই কাণ্ড ঘটেছে কি না! প্রতিষ্ঠানটি সঙ্গে সঙ্গে পাত্রিচিও হোচ্চি মলিনা এবং ফেদেরিকো মাতিয়াস সোয়াজে নামের দুই পাইলটকে বরখাস্ত করেছে। শুধু তা-ই নয়, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ সময় প্লেনটিতে ৩৬ জন যাত্রী ছিলেন।
ফাঁস হয়ে যাওয়া ভিডিওতে দেখা যায়, পাইলটদের সঙ্গে খোশগল্প করছেন জিপোলিতাকিস। একপর্যায়ে পাইলটরা তাঁকে অবাক করে দিয়ে বলেন, টেকঅফের সময় তিনিই প্লেনটি নিয়ন্ত্রণ করবেন। এমন কথায় জিপোলিতাকিস একটু সংশয়ে পড়ে যান। তবে পাইলটরা আশ্বস্ত করলে তিনি আর সুযোগ ছাড়েননি।
পরে বিক্তোরিয়া টুইটারে এ বিষয়ে নিজের ভুল স্বীকার করেন এবং সবার কাছে ক্ষমা চেয়েছেন।