ব্লকবাস্টারে টার্মিনেটর ও মিনিয়নস

ঢাকায় এরই মধ্যে মুক্তি পেয়েছে জনপ্রিয় চলচ্চিত্র টার্মনেটরের নতুন সিকুয়াল ‘টার্মিনেটর গেনিসিস’। ২০১৫ সালে সাড়াজাগানো এই হলিউডি অ্যাকশন, অ্যাডভেঞ্চার, সাইফাই চলচ্চিত্রটি এরই মধ্যে দেখার সুযোগ পাচ্ছেন ঢাকার দর্শক। এটা টার্মিনেটর সিরিজের পঞ্চম কিস্তি। অ্যালেন টেলর পরিচালিত চলচ্চিত্রে অভিনয় করেছেন আর্নল্ড সোয়ার্জনেগার, জেসন ক্লার্ক, এমিলিয়া ক্লার্ক ও আরো অনেকে।
গত ৮ জুলাই ব্লকবাস্টার সিনেমা হলে ‘টার্মিনেটর গেনিসিস’-এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয় এবং ৯ জুলাই, ২০১৫ তারিখ থেকে মুভিটির নিয়মিত প্রদর্শনী চলছে।
আরেক চলচ্চিত্র ‘মিনিয়নস’, মুক্তির আগেই ছবিটি চলে এসেছে আলোচনার শীর্ষে। সাড়াজাগানো অ্যানিমেশন, কমেডি, ফ্যামিলি এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন কাইল ব্যালডা ও পিয়ের কফিন। মিনিয়নসে কণ্ঠ দিয়েছেন স্যান্ড্রা বুলক, জন হ্যাম, মাইকেল কিটন ও আরো অনেকে।
১০ জুলাই, ২০১৫ তারিখে সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ব্লকবাস্টার সিনেমায় এই মুভিটি মুক্তি পাবে।