রদেঁভু’র আয়োজনে বাংলাদেশের প্রথম হিপহপ ফেস্ট

বাংলাদেশে এই প্রথমবারের মতো হতে যাচ্ছে হিপহপ নিয়ে বড় ধরনের আয়োজন। আগামীকাল ৩০ জুলাই দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত ইন্টারন্যাশনাল বসুন্ধরা কনভেনশন সিটি (গুলনকশা-১) এ ‘বিডি হিপহপ ফেস্ট ২০১৫’ নামে শোয়ের আয়োজন করা হয়েছে।
রদেঁভু প্রাইভেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান ভিন্নধারার এ উৎসবের আয়োজন করছে। দেশীয় খ্যাতিসম্পন্ন র্যাপার এবং র্যাম্প মডেলরা অনুষ্ঠানে গান, নাচ, ফায়ার স্পিনিং, ফ্যাশন শো এবং বিট-বক্সিংসহ বিভিন্ন সেগমেন্টে পারফর্ম করবেন।
ফেস্টিভালটির আনুষ্ঠানিক ঘোষণা হিসেবে গতকাল ২৮ জুলাই একটি প্রেস কনফারেন্সের আয়োজন করেছিল আয়োজক প্রতিষ্ঠানটি। প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন ‘বিডি হিপহপ ফেস্ট’-এর ডিরেক্টর আশিনুল কবির রাজন, সুভাশ চন্দ্র দেভ - হেড অব বিজনেস ডেভেলপমেন্ট ওয়াচেস ওয়ার্লড, মিস্টার সুপ্রীয় - হেড অফ পিআর ওয়াচেস ওয়ার্ল্ড, তামীম খান – ক্রিয়েটিভ হেড রদেঁভু, জিয়ায়ুল হক রাফসান – অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, র্যাপার ব্ল্যাক জ্যাং, র্যাপার বিগ স্পেইড এবং কোরিওগ্রাফার আশিকুর রহমান পনিসহ অনেকেই।
‘বিডি হিপহপ ফেস্ট’-এ টাইটেল স্পন্সরশিপে আছে ‘এই সব’ এবং ‘ওয়াচেস ওয়ার্ল্ড’। এ ছাড়া আরো সহযোগিতা করছে হ্যালভেশিয়া, ম্যাক্সিমাস ও বাংলা এয়ারলাইনস।