ক্লোজআপ তারকা আবিদের মৃত্যুবাষিকী পালিত

ক্লোজআপ তারকা মিনা আবিদ শাহরিয়ারের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বুধবার সন্ধ্যায় খুলনার উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি : এনটিভি
ক্লোজআপ তারকা মিনা আবিদ শাহরিয়ারের চতুর্থ মৃত্যুবার্ষিকী খুলনায় পালিত হয়েছে। শিল্পী আবিদ স্মৃতি পরিষদের উদ্যোগে আজ বুধবার সন্ধ্যায় মহানগরীর উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের নির্বাহী সভাপতি ময়ীন উদ্দীন আহমেদের সভাপতিত্ব সভায় স্মৃতিচারণা করেন আবিদের বন্ধু খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী লিনা। পরে আলোচনায় অংশ নেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান, কবি আবু বকর সিদ্দিক, শংকর কুমার মল্লিক প্রমুখ।
বক্তারা আবিদকে ক্ষণজন্মা শিল্পী হিসেবে অভিহিত করেন। সভা শেষে সঙ্গীত পরিবেশন করেন ড. শাকিল হাসমী।
২০১১ সালে ২৯ জুলাই বন্ধুদের সঙ্গে কক্সবাজারে বেড়াতে গিয়ে সাগরে ডুবে মারা যান শিল্পী আবিদ।