কামসূত্রের ভূমিতে পর্নোগ্রাফি নিষিদ্ধ?

যে অঞ্চলে যৌনতা নিয়ে বাৎস্যায়ন ‘কামসূত্র’ রচনা করেছেন, সেই ভারতেই পর্নোগ্রাফি নিষিদ্ধ হচ্ছে? পর্নোসাইটে জনগণের অবাধ বিচরণ নিয়ে নিশ্চয়ই আপত্তি রয়েছে ভারত সরকারের! নয়তো হুট করে নীলছবি দেখা বন্ধ হবে কেন? এনডিটিভির খবরে জানা গেল, ভারতের অজস্র ইন্টারনেট গ্রাহক এখন আর পর্নোসাইটগুলোতে প্রবেশ করতে পারছেন না।
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এবং টেলিকম অপারেটরদের সরকারিভাবেই নির্দেশ দেওয়া হয়েছে অজস্র পর্নোসাইট বন্ধ করার। মুম্বাইয়ে এমটিএনএল এবং হাথওয়ের গ্রাহকরা দুটি ‘জনপ্রিয়’ পর্নোগ্রাফি সাইটে প্রবেশ করতে গিয়ে পেয়েছেন ‘ব্ল্যাংক পেজ’! দিল্লিতে অবশ্য কয়েকটি সাইটে ঢুকতে পেরেছেন এয়ারটেলের গ্রাহকরা। এনডিটিভি নিশ্চিত করেছে যে সরকারি নির্দেশনায় ৮৫৭টি তালিকাভুক্ত পর্নোসাইট ব্লক করে দেওয়া হয়েছে। পুরো ভারতে এমন ব্লকিংয়ের ঘটনা এই প্রথম। তথ্য যোগাযোগ বিভাগের নির্দেশনায় ৮৫৭টি ইউআরএল বন্ধ করার নির্দেশনা পেয়েছেন বলে জানান এক ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। ঘটনা ৩১ জুলাইয়ের। ওই দিনই এই সাইটগুলো বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক এক শীর্ষস্থানীয় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার।
অবশ্য এ বিষয়টি আদালতে গড়ালে এই উদ্যোগ কতটা ধোপে টিকবে তা বলা মুশকিল। ব্যক্তিস্বাধীনতার অধিকারের পরিপ্রেক্ষিতে এমন নিষেধাজ্ঞা কারো ওপর আরোপ করা যাবে না। ‘এমন নিষেধাজ্ঞার আইন আদালতে পাস করানো যাবে না। যে কেউ এসে বলতে পারে যে দেখুন, আমার বয়স ১৮-এর বেশি এবং আমার ঘরে বসে কিছু দেখার অধিকার আপনি কীভাবে খর্ব করতে পারেন? এটা আর্টিকেল ২১ (ব্যক্তিস্বাধীনতার অধিকার)-এর লঙ্ঘন’ –গত মাসে এ কথাই বলেছেন প্রধান বিচারপিত এইচ এল দাত্তু।
এদিকে, পর্নোসাইট সাইট বন্ধ করার সিদ্ধান্তকে সাধুবাদ না জানিয়ে বরং একে জোর করে চাপানো সিদ্ধান্ত বলে মনে করছেন অনেকে। ‘ডেইলি ও’-তে প্রকাশিত অজস্র ইন্টারনেট ব্যবহারকারীর টুইটে এমন প্রতিক্রিয়াই ফুটে উঠেছে। চিত্রপরিচালক রামগোপাল ভার্মা এই সিদ্ধান্তকে রীতিমতো জঙ্গি আচরণের সঙ্গে তুলনা করেছেন। অভিনেতা উদয় চোপড়া সন্দেহ প্রকাশ করেছেন, এই সিদ্ধান্তে যৌন সহিংসতা কমবে কি কমবে না, তা নিয়ে।
এই সিদ্ধান্তের সঙ্গে সাম্প্রতিক সময়ে ভারতে ভয়াবহভাবে বেড়ে চলা যৌন সহিংসতা ও অপরাধের সংশ্লিষ্টতা রয়েছে, তা বলাই বাহুল্য। তবে সরকারের তরফ থেকে এখনো এই বিষয়ে কোনো দাপ্তরিক ঘোষণা বা ব্যাখ্যা দেওয়া হয়নি।