তারকার প্রথম
প্রথম পারিশ্রমিক ছিল এক লাখ টাকা : নিলয়

সবার জীবনে প্রথম অনেক ঘটনা আছে যা কখনো ভোলা যায় না। আজ আমরা জানব মডেল ও অভিনেতা নিলয়ের প্রথম কিছু অভিজ্ঞতার গল্প।
প্রথম স্কুল : পানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। সাভারের রাজফুলবাড়িয়ায় স্কুলটা ছিল।
প্রথম শিক্ষক : ছায়া ম্যাডাম। ম্যাডামের মধ্যে মা-সুলভ একটা ভাব ছিল। যেমন রাগি ছিলেন, ঠিক তেমনি যত্নবান ছিলেন তিনি।
প্রথম পারিশ্রমিক : আমার প্রথম পারিশ্রমিক ছিল এক লাখ টাকা। ২০১০ সালেন জানুয়ারি মাসে এই টাকাটা পেয়েছি। কিন্তু মজার ঘটনা হল, কাজ না করে এই টাকাটা আমি পেয়েছিলাম। পরিচালক জীবন চৌধুরী ‘আদম’ শিরোনামে একটি চলচ্চিত্রে আমাকে চুক্তিবদ্ধ করেন। ছবির শুটিংয়ের আগে তিনি আমাকে এক লাখ টাকা দেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি ছবিটি নির্মাণ করেননি। এর কারণ আজও আমি জানতে পারিনি। ওনাকে যখনই ফোন করতাম, তখন তিনি ভাবটা এমন করতেন, যেন আমি ওনাকে টাকা দিয়েছি। করব করব বলে ছবিটি আর করেননি তিনি। আবার টাকাও ফেরত নেননি।
প্রথম পড়া বই : হুমায়ূন আহমেদের লেখা একটি বই পড়েছি। বইটির নামটা এখন মনে নেই।
প্রথম অভিনীত নাটক : চয়নিকা চৌধুরী পরিচালিত ‘রুপার শেষ কথা’। ২০১১ সালে জুন মাসে নাটকটির শুটিং হয়েছিল।
প্রথম ক্যামেরার সামনে আসার অভিজ্ঞতা : আমি তো এনটিভির রিয়্যালিটি শো ‘সুপার হিরো সুপার হিরোইন’ প্রতিযোগিতার মাধ্যমে এসেছি। প্রতিযোগিতার সময় ক্যামেরার সামনে প্রথম দাঁড়িয়েছিলাম। আমার বিচারক ছিলেন চাষী নজরুল ইসলাম। তিনি একপর্যায়ে বললেন, ‘কিছুই তো পারো না। কেন এসেছে?’ আমি তখন বলেছিলাম, দেখিয়ে দিলে পারব। তখন তিনি উত্তর দিয়েছিলেন, ‘কে তোমাকে দেখিয়ে দিবে? অবশ্য তোমাকে দেখে মনে হচ্ছে, কিছু একটা তুমি করতে পারবে। যাও তোমাকে ইয়েস কার্ড দিয়ে দিলাম।’ আমি কিন্তু খুব ঘাবড়ে গিয়েছিলাম। পরে ইয়েস কার্ড পেয়ে আশ্চর্য হয়েছি।
প্রথম দেখা চলচ্চিত্র : ছবির নাম মনে নেই। তবে পরিবারের সঙ্গে সালমান শাহ্ অভিনীত কোনো ছবি দেখেছি।
প্রথম প্রেম : আমার প্রথম প্রেম ছিল চিত্রনায়িকা মৌসুমী আপু। পর্দায় যখন প্রথম তাকে দেখি, তখনই তাঁর প্রেমে পড়ে গিয়েছিলাম।