পরিচালনায় নাতালি পোর্টম্যান

অভিনেত্রী হিসেবে তাঁর স্বীকৃতি উঁচু পর্যায়ে। মেইনস্ট্রিম হলিউডের বাণিজ্যিক রোমান্টিক কমেডি ছবির পাশাপাশি ‘ব্ল্যাক সোয়ান’-এর মতন ছবিতেও নাতালি পোর্টম্যান সব সময় সপ্রতিভ। বিনোদনভিত্তিক ওয়েবসাইট ভালচারের খবরে পাওয়া গেল, পরিচালক হিসেবে অভিষেক ঘটেছে তাঁর, ছবিটিতে মূল ভূমিকায় অভিনয়ও করেছেন তিনি। এরই মধ্যে ছবিটির অফিশিয়াল ট্রেইলার মুক্তি পেয়েছে।
ছবির নাম ‘এ টেল অব লাভ অ্যান্ড ডার্কনেস’। এ বছরের গোড়ার দিকে কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছে ছবিটির। ইসরায়েলি লেখক অ্যামোস ওজের আত্মজীবনীমূলক উপন্যাস ‘এ টেল অব লাভ অ্যান্ড ডার্কনেস’ অবলম্বনেই নির্মিত হয়েছে ছবিটি। ২০০২ সালে প্রথম হিব্রু ভাষায় ছাপা হয়েছিল উপন্যাসটি, পরে বিশ্বজুড়ে ২৮টি ভাষায় এর অনুবাদ হয়েছে। এই ছবির সংলাপও হিব্রু ভাষাতেই। মজার বিষয় হচ্ছে, পরিচালনার পাশাপাশি ছবির চিত্রনাট্যও লিখেছেন নাতালি পোর্টম্যান নিজেই!
এই ছবিতে চল্লিশের দশকের যুদ্ধগ্রস্ত জেরুজালেমের একটি পরিবারের কথা তুলে ধরা হয়েছে। একটি কিশোর ও তার মাকে (মানসিকভাবে অসুস্থ) নিয়ে এই ছবির কাহিনী এগিয়েছে। এই পরিবারের সংগ্রামের সঙ্গে তুলে ধরা হয়েছে যুদ্ধের সঙ্গে একটি রাষ্ট্রের জন্ম। কিশোর আমির তেসলারের মা ফ্যানিয়ার চরিত্রে অভিনয় করেছেন নাতালি। বাইপোলার ডিজঅর্ডারে আক্রান্ত ফ্যানিয়ার চরিত্রে নাতালি যে অসামান্য অভিনয় করেছেন, এমন কথা আগেভাগে বলে দেওয়াই যায়।
বিশেষ করে যাঁরা ‘দ্য ব্ল্যাক সোয়ান’ দেখেছেন, তাঁরা নাতালির আরেকটি স্মরণীয় পারফরম্যান্সের আশা করতে পারেন নিশ্চিন্তে।
ছবিটির অফিশিয়াল রিলিজ ডেট এখনো ঘোষণা করা হয়নি। কান চলচ্চিত্র উৎসবে বিশেষ প্রিমিয়ারের সময় ছবিটি সমালোচকদের প্রশংসা পেয়েছে।