সংসারের ইতি টানলেন মেগান ফক্স

হলিউডের গ্ল্যামার দুনিয়ায় সম্পর্ক বিষয়টাই ক্ষণস্থায়ী। পারতপক্ষে বিয়ের ধারেকাছেই যেতে চান না অনেকে। এহেন জায়গায় লম্বা বিবাহিত জীবনের সমাপ্তি একটু কঠিনই বটে। মেগান ফক্স সে কাজটিই করেছেন। এনডিটিভির খবরে জানা গেল, স্বামী ব্রায়ান অস্টিন গ্রিনের সঙ্গে আনুষ্ঠানিকভাবেই বিচ্ছেদ হয়ে গেছে এই মার্কিন অভিনেত্রীর। ১১ বছরের সংসার ছিল তাঁদের।
২০০৪ সালের ‘হোপ অ্যান্ড ফেইথ’ ছবির শুটিংয়ের সময় পরিচয় তাঁদের। সেখান থেকে সম্পর্ক গড়িয়েছে বিয়ে পর্যন্ত, মেগান তখন সদ্য ১৮ বছরের তরুণী! রূপকথার মতো সেই গল্প শেষ পর্যন্ত টিপিক্যাল হলিউডি বিচ্ছেদেই গড়াল। মেগান ও ব্রায়ান দম্পতির দুটি ছেলে। নোয়াহর বয়স ২ ও বোধির বয়স ১৮ মাস।
এই বিচ্ছেদের কারণ নাকি ছিল মেগানের অতিব্যস্ত ক্যারিয়ার। এ নিয়েই তিক্ততার শুরু হয়। সবশেষে সেখান থেকেই বিচ্ছেদ।
মেগান বা ব্রায়ানের তরফ থেকে এখনো এ সংবাদ নিশ্চিত করা হয়নি। তাঁদের মুখপাত্ররাও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেননি এখন পর্যন্ত।
মেগান ফক্সের সদ্য সাবেক (?) স্বামী ব্রায়ান অস্টিন গ্রিনও একজন মার্কিন অভিনেতা। শুধু তাই নয়, র্যাপ গানের জগতেও বেশ জনপ্রিয় তিনি।