আবার ঢাকায় আসার জন্য মুখিয়ে আছি : অনুপম রায়
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/11/27/photo-1448617667.jpg)
গত ২৩ নভেম্বর ‘দুই বাংলার গান’ শিরোনাম কনসার্টে গান গেয়ে ঢাকা মাতিয়ে গেছেন কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়। ঢাকায় কনসার্ট করতে আসার কিছুদিন আগে কলকাতার সনিক সলিউশন স্টুডিওতে বাংলাদেশের ছবি ‘যাযাবর’-এর জন্য প্লে-ব্যাকও করেছেন তিনি।
দ্বৈত এই গানটিতে অনুপমের সঙ্গে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের কনা। ফয়সাল রদ্দির কথা ও সুরে গানটির সংগীত পরিচালনা করেছেন আশেক মনজুর। আজ এনটিভি অনলাইনের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে কলকাতা থেকে মুঠোফোনে কথা বলেছেন অনুপম রায়।
প্রশ্ন : হ্যালো, অনুপম রায়।
উত্তর : জি, বলুন।
প্রশ্ন : আপনি আপনার মতো করে ভালো আছেন তো?
উত্তর : জি, আছি। ভালোই কাটছে দিন।
প্রশ্ন : এবার ঢাকায় কনসার্ট করে কেমন লাগল আপনার?
উত্তর : আমার ভীষণ ভালো লেগেছে। আমি আবারো মুখিয়ে আছি ঢাকায় আসার জন্য। বলতে পারেন, আমি অপেক্ষা করছি। ঢাকায় গান গাইতে বরাবরই আমার ভালো লাগে। এবারও আমি কনসার্ট করে অনেক খুশি। সবার ভালোবাসা পেয়ে তো মুগ্ধ। কিছুটা আবেগপ্রবণও হয়েছিলাম। ঢাকার মানুষ অনেক অতিথিপরায়ণ। তাঁদের ব্যবহারও অসাধারণ।
প্রশ্ন : শুনলাম, সম্প্রতি আপনি বাংলাদেশের চলচ্চিত্র ‘যাযাবর’-এ প্লে-ব্যাক করেছেন। কেমন ছিল সেই অভিজ্ঞতা?
উত্তর : দারুণ। কারণ, চলচ্চিত্রের পরিচালক আসিফ ইসলাম ও ফয়সাল রদ্দি তাঁরা নিজেরাই কলকাতায় এসে আমার সঙ্গে দেখা করেছেন। গানের ব্যাপারে আলাপ করেছেন। সঙ্গে ছিলেন সংগীত পরিচালকও। দ্বৈত এই গানের শিরোনাম ‘প্রেমের গল্প’। ভিন্ন ধাঁচের একটা প্রেমের গান। সবকিছু ভালো লাগাতে গানটি করতে রাজি হয়েছি। গানের রেকর্ডিংও ভালো হয়েছে।
প্রশ্ন : এর আগে আপনি বাংলাদেশের চলচ্চিত্র ‘চোরাবালি’তে প্লে-ব্যাক করেছিলেন। ‘চোরাবালি’ ও ‘যাযাবর’-এর প্লে-ব্যাকের মধ্যে কোনো তফাৎ আছে কি?
উত্তর : একটু তো আছেই। ‘চোরাবালি’র গানটির কথা ও সুর আমার করা ছিল। কিন্তু ‘যাযাবর’-এর গানটিতে আমি শুধু কণ্ঠ দিয়েছি। আমি সাধারণত অন্যের সুর করা গানে কণ্ঠ দিই না। আমি তো আগেই বলেছি, ‘প্রেমের গল্প’ গানটির আয়োজন আমার পছন্দ হয়েছিল।