মুক্তি পাচ্ছে সোহেল আরমানের ‘এইতো প্রেম’

১১২টি সিনেমাহলে আগামীকাল শুক্রবার, ১৩ মার্চ, মুক্তি পেতে যাচ্ছে সোহেল আরমান পরিচালিত ‘এইতো প্রেম’। প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে বিন্দুকে দর্শক দেখতে পাবেন এই ছবিতে। ছবিটি প্রযোজনা করেছেন শাহিন কবির। পাঁচ বছর আগে ছবির কাজ শুরু হলেও বিভিন্ন জটিলতার কারণে ছবির নির্মাণকাজ শেষ করে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। ছবির পরিচালক সোহেল আরমান বলেন, শীতকালে প্রত্যন্ত অঞ্চলে শুটিং আর শাকিব খানের শিডিউল মেলাতে গিয়েই এত দেরি হয়ে গেছে। তবে এ বছর শেষ পর্যন্ত ‘এইতো প্রেম’ আলোর মুখ দেখছে বলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে প্রযোজনা সংস্থা সিলভার স্ক্রিন প্রোডাকশন। এসব নিয়ে এনটিভি অনলাইনের সাথে বিস্তারিত কথা বলেছেন সোহেল আরমান।
প্রশ্ন : ‘এইতো প্রেম’ এর গল্প শুনতে চাই।
উত্তর : এটি মুক্তিযুদ্ধের ছবি। গল্পে দেখা যাবে শাকিব মুসলিম পরিবারের ছেলে আর বিন্দু হিন্দু পরিবারের মেয়ে। একই গ্রামে তাদের বাস। শাকিব ভালোবাসে বিন্দুকে, কিন্তু সমাজ বাধা হয়ে দাঁড়ায় এ সম্পর্কে। একই সময় দেশে যুদ্ধ শুরু হয়ে যায়। শাকিবের প্রেম রূপ নেয় দেশপ্রেমে। এই ছবিতে শাকিব খানকে দেশপ্রেমিক এক মুক্তিযোদ্ধা হিসেবে উপস্থাপন করেছি।
প্রশ্ন : এত দেরি হলো কেন?
উত্তর : ছবির আশি ভাগ কাজ শেষ করেছি অনেক আগে। বাকি বিশ ভাগ কাজ করতেই সময় বেশি লেগেছে। কারণ মুক্তিযুদ্ধের সময়টা ছিল যে সময়ে, সেই সময়টার জন্য অপেক্ষা করতে হয়েছে। যে চরে বা নদীর পাড়ে আমরা শুটিং করেছিলাম, সেটা বর্ষায় একরকম আবার শীতে অন্যরকম। শাকিবের শিডিউল মেলাতে হয়েছে সময় ধরে, এটাও অনেক বড় সমস্যা ছিল।
প্রশ্ন : আপনি তো থার্টি ফাইভ মিলিমিটার ফরম্যাটে শুট করেছিলেন, কিন্তু এখন প্রদর্শন করছেন ডিজিটালে-
উত্তর : ছবি শুরু করেছিলাম এক সময়ে, শেষ হলো তো আরেক সময়। এখন সময় ডিজিটালের। অনেক কাজই বোম্বে থেকে করতে হয়েছে। আমার ইচ্ছা ছিল ৩৫ মিলিমিটারে ছবি মুক্তি দেওয়ার কিন্তু সময় বদলেছে। দোয়া করবেন, আমরা ১১২টি সিনেমা হলে ছবিটি মুক্তি দিচ্ছি। আশা করি দর্শকদের ছবি দেখে ভালো লাগবে।