স্টিভ জবস চরিত্রে মাইকেল ফ্যাসবেন্ডার

পরিচালকের নাম ড্যানি বয়েল। অভিনেতা মাইকেল ফ্যাসবেন্ডার। স্টিভ জবসের বায়োপিকে তো এমন নামই থাকতে হবে। এরই মধ্যে বের হয়ে গেছে অ্যাপলের কিংবদন্তিকে নিয়ে নির্মিত বায়োপিকের ট্রেলার। এনডিটিভির খবরে জানা গেল, এ ছবিতে আরো রয়েছেন কেট উইনস্লেটের মতো বিখ্যাত অভিনেত্রী।
স্টিভ জবসের চরিত্রে এ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন ‘এক্স মেন সিরিজ’, ‘শেম’, ‘টুয়েলভ ইয়ারস এ স্লেভ’, ইনগ্লোরিয়াস বাস্টার্ডস’ খ্যাত অভিনেতা মাইকেল ফ্যাসবেন্ডার। কেট উইনস্লেটের পাশাপাশি রয়েছেন সেথ রজেন, তারা দুজনেই প্রতিষ্ঠানটির বিশেষ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করবেন। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ‘গুড নাইট, অ্যান্ড গুড লাক’ খ্যাত অভিনেতা জেফ ড্যানিয়েলসকে।
ছবির ট্রেইলারে অবশ্য কাহিনী নিয়ে বিশেষ কিছু বোঝা যায়নি। শুরুর দিকে দেখা যায়, স্টিভ জবস (মাইকেল ফ্যাসবেন্ডার) একটি ফাঁকা অডিটরিয়ামের দিকে তাকিয়ে রয়েছেন। সেখান থেকে মুহূর্তেই বদলে যায় পুরো দৃশ্যপট।
এ বছরের অক্টোবরের ৯ তারিখে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত বায়োপিক ‘স্টিভ জবস’।