খেলায় আপত্তি জর্জ ক্লুনির স্ত্রীর

যত বড় স্টার হোক, দিনশেষে ঘরের কোণে সবারই কিন্তু একই দশা। সঙ্গীর মন জুগিয়ে না চললে ঘরে আগুন! বিয়ের পর থেকে স্ত্রীর হাজারও স্তুতি গেয়েও রেহাই নেই সুপারস্টার জর্জ ক্লুনির। তাঁর বউয়ের এককথা, খেলা-টেলা দেখা চলবে না টিভিতে। হলিউডি সংবাদমাধ্যমে এ নিয়ে বেশ হাসিঠাট্টাও চলছে কয়েক দিন ধরে।
জর্জের বউ আমাল আলামুদ্দিন পেশায় আইনজীবী। জর্জ আর লেবানিজ বংশোদ্ভূত এই সুন্দরীর বয়সের ফারাকটা একটু বেশি। তবে তা নিয়ে মাথাব্যথা দেখা যায়নি দুজনের একজনেরও। কিন্তু কাজকর্মের ব্যবধানটা সময়ে সময়ে তো টের পাওয়া যাবেই।
আমালের রূপে মজে জর্জ ক্লুনি হয়তো ঠাওর করতে পারেননি, ভেতরে ভেতরে তাঁর স্ত্রী সেই কাঠগড়ার কাঠখোট্টা মানুষ। কাজেই নিয়মনীতির চাপটা ভালোই টের পাচ্ছেন হলিউডের বহুল-আকাঙ্ক্ষিত এই পুরুষ।
সপ্তাহ শেষে ছুটির দিন টেলিভিশনে খেলা দেখায় এক্কেবারে নিষেধাজ্ঞা জ্ঞাপন করেছেন আমাল। তাতে খেলাপাগল জর্জের আর যা-ই হোক, বিশেষ আরাম লাগার কথা নয়।
রমণীমোহন জর্জ অবশ্য একটু অন্য পথে স্ত্রীকে গলানোর চেষ্টা করে যাচ্ছেন বেশ কিছুদিন ধরেই। সাক্ষাৎকার কি মন্তব্যে, সব সময় খালি বউয়ের জন্য স্তুতি তাঁর মুখে থেকে ঝরে ঝরে পড়েছে!
‘আমার স্ত্রী স্মার্ট একজন মহিলা’; ‘বিয়ের পর ও আমার জীবনটা একেবারে বদলে দিয়েছে!’—এমন আরো কত কী! সে সঙ্গে নাকি একটু একটু করে চেষ্টাও করে যাচ্ছেন স্ত্রীকে খেলার ভক্ত করে তোলার জন্য। হাজার হোক, বয়স এখন ৫৪, এখন তো আর তরুণ বয়সের পাগলামি করা সাজবে না সাবেক ব্যাটম্যানের!