বাংলাদেশে মুক্তি পেল ‘ম্যাড ম্যাক্স : ফিউরি রোড’

এ বছরের আলোচিত হলিউডি ছবি ‘ম্যাড ম্যাক্স : ফিউরি রোড’ মুক্তি পেয়েছে ঢাকার যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে। গত ৭ মে বিশ্বব্যাপী মুক্তি পায় সিনেমাটি। গতকাল শুক্রবার ২২ মে ছবিটি মুক্তি পায়।
অ্যাকশন, অ্যাডভেঞ্চার এবং সায়েন্সফিকশন ঘরানার এই ছবিতে অভিনয় করেছেন টম হার্ডি, চার্লিজ থ্যারন, নিকোলাস হল্ট প্রমুখ। ছবিটি পরিচালনা করেছেন জর্জ মিলার।
ছবির গল্পটা ভবিষ্যতের। পারমাণবিক এক যুদ্ধের পর সবুজ পৃথিবী তখন স্রেফ একটি মরুভূমি। এমনই এক মরুশহরের গল্প নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। যে শহরে জ্বালানি আর পানীয়জল দুটোই দুষ্প্রাপ্য। বেঁচে থাকার জন্য মানুষের সাথে চলছে মানুষের লড়াই। সেই শহরে এসে পৌঁছায় একদল মানুষ। ছোট সেই দলের নেতা ইম্মটার্ন জো। দলের জন্য জ্বালানি সংগ্রহ করার দায়িত্ব গিয়ে পড়ে ইম্পেরেটর ফুরিওসার (চার্লিজ থেরন) ওপর।
অস্ত্রসজ্জিত ট্যাংকার নিয়ে ফুরিওসা বেরিয়ে পড়েন কিন্তু জ্বালানির সন্ধানে নেমে পথ হারিয়ে ফেলেন তিনি। অন্যপথে চলে যান ট্যাংক নিয়ে। কিন্তু জো ভাবেন, জ্বালানি নিয়ে পালিয়ে গেছেন ফুরিওসা। তাঁকে ধরে আনতে পুরো বাহিনী পাঠান জো। এ সময় জোর পাশে এসে দাঁড়ান ম্যাক্স (টম হার্ডি)। জোয়ের পুরো বাহিনীর বিরুদ্ধে তাঁরা মাত্র দুজন।
১২ কোটি ৮৪ লাখ ডলার ব্যয়ে নির্মিত ছবিটি যুক্তরাষ্ট্রে আয় করেছে ১৫ কোটি ডলার।