হলিউডে বাংলাদেশি রমজান মিয়া, নিজের সিনেমা দেখতে আসছেন ঢাকায়

ওয়ার্নার ব্রাদার্সের ‘বার্বি’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত অভিনেতা রমজান মিয়া। ২১ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পাবে সিনেমাটি। সিনেমাটির ঢাকা প্রিমিয়ারে অংশ নিতে ঢাকায় আসছেন তিনি।
২০ জুলাই সন্ধ্যায় ঢাকার স্টার সিনেপ্লেক্সের এসকেএস টাওয়ার শাখায় প্রিমিয়ার শোতে উপস্থিত থাকবেন রমজান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্টার সিনেপ্লেক্স এমন দাবি করেছে।
স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান জানিয়েছেন, ‘বার্বির মতো আলোচিত ছবিতে বাংলাদেশের একজন অভিনয় করেছেন, এটা নিঃসন্দেহে গর্বের বিষয়। সিনেমার প্রিমিয়ারে তাঁকে নিয়ে সবার সামনে আসছি।’
ওয়ার্নার ব্রাদার্সের সিনেমা ‘বার্বি’ পরিচালনা করেছেন গ্রেটা গেরউইগ। আইকনিক ডল স্টোরি ‘বার্বি’কে সিনেমায় রূপ দিতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে তাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নির্মাতা বলেন, ‘ড্রিমহাউসের মতো করে আমরা আরেকটি দুনিয়া বার্বি ল্যান্ড তৈরি করতে চেয়েছি। শিশুতোষ ভাব নিয়ে আসার জন্য ঝামেলাও কম হয়নি। খুব উজ্জ্বল গোলাপি রং লেগেছে। সব কিছুতেই অনেক বেশি পরিমাণে গোলাপি রং লেগেছে। বার্বির এই গোলাপি দুনিয়া তৈরি করতে গিয়ে বাজারের সব গোলাপি রংই শেষ হয়ে গিয়েছিল।’ ট্রেলারে দেখা যায়, বার্বি মার্গট রোবি হঠাৎ বুঝতে পারেন তিনি হিল জুতা ফেলে এসেছেন পৃথিবীতে। সেই জুতা খুঁজতে তিনি পৃথিবীতে আসেন। সেখানে হলিউড তারকা রায়ান গসলিংকে সঙ্গে নিয়ে জুতা খুঁজতে গিয়ে পার্টিতে নাচ-গান এবং খেলাধুলা ও মারামারিতে জড়িয়ে যান তারা। এরপর তাদের মাঝে গড়ে ওঠে প্রেমের সম্পর্কও।
এক ঝাঁক তারকাকে নিয়ে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পুতুলটি সিনেমার পর্দায় আসছে, যা নিয়ে ইন্টারনেট জগতে চলছে তুমুল আলোচনা।