কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেলেন যারা

পর্দা নামল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। এক সপ্তাহের চলচ্চিত্র যজ্ঞ শেষে মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে পর্দা নেমেছে উৎসবের ২৯তম আসরের। সমাপনি দিনে আন্তর্জাতিক প্রতিযোগিতার পুরস্কার তুলে দেওয়া হয় বিজয়ীদের হাতে।
২৯তম আসরে আন্তর্জাতিক প্রতিযোগিতা অর্থাৎ ‘ইনোভেশন ইন মুভিং ইমেজেস’ বিভাগে পুরস্কার পেয়েছে ইজরায়েলি নির্মাতা এরেজ তাদমোরর সিনেমা ‘চিলড্রেন অব নোবডি’। একই বিভাগে সেরা নির্মাতার পুরস্কার পান ভেনিজুয়েলার পরিচালক কার্লোস ড্যানিয়েল মালায়ে। তিনি ‘ওয়ান ওয়ে’ ছবির জন্য পুরস্কার পান। আন্তর্জাতিক বিভাগে অঞ্জন দত্ত নির্মিত ‘চালচিত্র এখন’ পেয়েছে বিশেষ জুরি পুরস্কার।
উৎসবে বাংলা প্যানোরামা বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে রাজদীপ পাল ও শর্মিষ্ঠা মাইতি পরিচালিত ‘মন পতঙ্গ’। এই বিভাগে বিশেষ জুরি পুরস্কার পেয়েছে ‘অসম্পূর্ণ’ নামের একটি ছবি।
এশিয়ান সিলেক্ট তথা নেটপ্যাক অ্যাওয়ার্ড পেয়েছে মায়ানমারের সিনেমা ‘ব্রোকেন ড্রিমস’। এটি নির্মান করেছেন নিনফোল্ড মোসাইক। ভারতীয় ভাষা প্রতিযোগিতা বিভাগে সেরা ছবি হয়েছে রজনি বাসুমাতারি নির্মিত ‘গড়াই পাখরি’। ‘অভনি কি কিসমত’ ছবির জন্য সেরা নির্মাতার পুরস্কার পেয়েছেন শনেত অ্যান্থনি। আর বিশেষ জুরি পুরস্কার গেছে হাওবাম পবন কুমার নির্মিত ‘‘জোসেফ’স সন’’ ছবির ঝুলিতে।
উৎসবে সেরা তথ্যচিত্র হিসেবে ঘোষণা করা হয় রামেন বোরাহ ও শিবানু বোরাহ নির্মিত ‘চ্যালেঞ্জ’র নাম। সেরা স্বল্পদৈর্ঘ্যের ছবি নির্বাচিত হয়েছে কামিল সাইফের ‘লাস্ট রিহার্সাল’।
উৎসবের সমাপনী আয়োজনে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দারি ও নির্মাতা সুধীর মিশ্র। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, ইন্দ্রনীল সেন, চন্দ্রিমা ভট্টাচার্য, গৌতম ঘোষ, ধৃতিমান চট্টোপাধ্যায়, চপল ভাদুড়ী, মমতা শঙ্কর, রাজ চক্রবর্তী প্রমুখ।