ঈদের দ্বিতীয় দিন এনটিভিতে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে। সাত দিনব্যাপী এ আনন্দ আয়োজনে দেশের জনপ্রিয় তারকাদের নিয়ে বর্ণিল আয়োজনে সাজানো হয়েছে অনুষ্ঠানমালা। জেনে নিন ঈদের ২য় দিন এনটিভির পর্দায় কী কী আয়োজন থাকছে।
ঈদের দ্বিতীয় দিন সকাল ৮টায় বিশেষ নৃত্যানুষ্ঠান: ভালোবাসি তোমায়। প্রযোজক: জাহাঙ্গীর চৌধুরী। সকাল ৯টায় একক নাটক: হঠাৎ বিয়ে। রচনা: ফারিয়া হোসেন। পরিচালনা: সোহেল হাসান। অভিনয়ে: মোশাররফ করিম, জান্নাতুল সুমাইয়া হিমি, মাসুম বাশার প্রমূখ। সকাল ১০ টা ০৫ মিনিটে বাংলা ছায়াছবি: আশিকী। পরিচালনা: অশোক পাতি ও আব্দুল আজিজ। এতে অভিনয় করেছেন অঙ্কুশ, নুসরাত ফারিয়া প্রমূখ।
দুপুর ১টা ১০ মিনিটে তারুণ্যের গান: গান পোকা। উপস্থাপনা: শান্তা জাহান। প্রযোজক: কাজী মোহাম্মদ মোস্তফা। দুপুর ২টা২০ মিনিটে টেলিফিল্ম: মন রে। রচনা: মোসাব্বের হোসেন মুয়ীদ। পরিচালনা: মাবরুর রশীদ বান্নাহ। এতে অভিনয় করেছেন আরশ খান, সুনেরাহ বিনতে কামাল প্রমূখ। বিকেল ৪টা ২০ মিনিটে বাংলা ছায়াছবি: মায়া দ্য লাভ। পরিচালনা: জসিম উদ্দীন জাকির। এতে অভিনয় করেছেন সাইমন সাদিক, বুবলী, রোশান, আনিসুর রহমান মিলন প্রমূখ।
সন্ধ্যায় ৬টা ৪৫ মিনিটে ধারাবাহিক নাটক : রূপবানের প্রেম। পর্ব ০২। গল্প: কাব্য হাসান। চিত্রনাট্য: তানিন রহমান। পরিচালনা: হাসান রেজাউল। এতে অভিনয় করেছেন তাসনুভা তিশা, সৈয়দ জামান শাওন, রূবাইয়া এশা, রাশেদ মামুন অপু, কচি খন্দকার, রেশমা আক্তার, শেলী আহসান, আব্দুল্লাহ রানা, অনিক, সুমন পাটোয়ারী, হানিফ পালোয়ান, শহীদ উন নবী, জাভেদ গাজী প্রমূখ।
রাত ০৭টা ৫৫ মিনিটে একক নাটক: থাপ্পড়বাজ। রচনা ও পরিচালনা: হারুন রুশো। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, মীম চৌধুরী প্রমূখ। রাত ৯টা ১০ মিনিটে একক নাটক: নজর। রচনা: আকাইদ রনি। পরিচালনা: রুবেল আনুশ। এতে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান, সাফা কবির, শিল্পী সরকার অপু, আনোয়ার প্রমূখ। রাত ১১:০৫ মিনিটে একক নাটক: তবুও পাশাপাশি। রচনা: রিফাত আদনান পাপন। পরিচালনা: সাইফুল হাফিজ খান। এতে অভিনয় করেছেন ইয়াশ রোাহান, সামিরা খান মাহি, মিলি বাশার, সমু চৌধুরী, ডিকন নূর প্রমূখ। রাত ১২টা ০১ মিনিটে তারুণ্যের গান: গান পোকা। উপস্থাপনা: শান্তা জাহান। প্রযোজক: কাজী মোহাম্মদ মোস্তফা।