ফরেনসিক মেডিসিন কী?

ফরেনসিক মেডিসিন বিষয়টি দিয়ে চিকিৎসকরা আদালতকে সাহায্য করেন। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৬৬২তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. মো. হাবিবুজ্জামান চৌধুরী। বর্তমানে তিনি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : যখন কোনো মৃত্যু নিয়ে মামলা-মোকদ্দমা হয়, তখন আমরা সাধারণত শুনতে পাই ফরেনসিক রিপোর্টে এই বলা হয়েছে। আসলে ফরেনসিক মেডিসিন বিষয়টি কী?
উত্তর : আসলে ফরেনসিক মেডিসিন বিভাগ এই বিষয়টি, চিকিৎসার যে কোর্স, এর মূল নয়টি বিষয়ের একটি। এতে খুব স্পর্শকাতর প্রতিবেদনগুলো করা হয়। আমরা কোর্টকে সহযোগিতা করি আমাদের ডাক্তারি জ্ঞান দিয়ে। সেটি হলো ফরেনসিক মেডিসিন।
প্রশ্ন : কী কী করে থাকেন এতে?
উত্তর : এখানে ময়নাতদন্ত করা হয় শরীরের। ময়নাতদন্ত করে তার প্রতিবেদন দেওয়া হয়। সেগুলো আদালতে যায়, সেখানে ডাক্তারদের ডেকে তাঁর সাক্ষ্য গ্রহণ করে এবং বিজ্ঞ আদালত সেই সাক্ষ্য গ্রহণ করার পরে দণ্ডবিধির আয়তায় ট্রায়াল দেয়। সেই অনুযায়ী তাদের শাস্তি দেওয়া হয়। বিচারকাজে এটি সহায়তা করে।