ব্রণ কি অল্প বয়সের মেয়েদের বেশি হয়?

মুখের ব্রণ সব বয়সেই হতে পারে। সাধরণত অল্প বয়সের মেয়েদের ব্রণ বেশি হয়। তবে আসলেই কি তাই? এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৭৩৫তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন অধ্যাপক মো. আবদুল ওয়াহাব। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চর্ম ও যৌন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : ব্রণ বা একনে খুব প্রচলিত। এটি সাধারণত অল্প বয়সের মেয়েদের ক্ষেত্রে বেশি দেখা যায়। আসলেই কি এটি অল্প বয়সের মেয়েদের ক্ষেত্রে বেশি হয়? বিষয়টি কেমন ?
উত্তর : এটি কিন্তু শুধু মেয়েদের রোগ নয়। ছেলেমেয়ে সবারই এটি হতে পারে। সাধাণত ১৩ থেকে ১৯ বছরের মধ্যে সাধারণত বেশি দেখা যায়। ৯০ ভাগ ছেলে বা মেয়ে একসময় ব্রণে আক্রান্ত হয়। এটি কেন হয়, তার নির্দিষ্ট কারণ কিন্তু জানা যায়নি। আমরা মনে করি, একটি ব্যাকটেরিয়া আছে, সেটি দায়ী। কারো যদি হরমোনের সমস্যা থাকে, টেসটোসটেরন সেটি দায়ী। কারো যদি সিবাম নিঃসরণ বেশি হয়, সেটি দায়ী। এসব মিলে ব্রণ তৈরি হয়।
প্রশ্ন : বয়ঃসন্ধি ছাড়া কি এটি হয় না?
উত্তর : হতে পারে। আমরা ৫০ বছরেও পাই। তবে এটি খুব কম। এক থেকে দুই ভাগ। তবে ৯০ ভাগ বয়ঃসন্ধি বয়সে হচ্ছে। যেসব কারণগুলো বলছি, সেগুলো যদি এ বয়সের পরেও কারো থেকে যায় তাহলে হতে পারে।