কম বা বেশি বয়সে বিয়েতে প্রি-একলামসিয়ার আশঙ্কা

গর্ভাবস্থার একটি জটিল সমস্যা প্রি-একলামসিয়া। সাধারণত গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ থাকলে এবং প্রস্রাবের সঙ্গে প্রোটিন বের হলে একে প্রি-একলামসিয়া বলে। চোখে ঝাপসা দেখা, মাথাব্যথা, ঘাড় ব্যথা ইত্যাদি প্রি-একলামসিয়ার লক্ষণ। তবে এ সমস্যা কেন হয়?
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮১৩তম পর্বে কথা বলেছেন ডা. শারমিন আব্বাসি। বর্তমান তিনি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : কী কারণে সাধারণত এই সমস্যাগুলো হয়?
উত্তর : প্রথম গর্ভাবস্থা যাদের তাদের মধ্যে এটি হওয়ার আশঙ্কা খুব বেশি। এটি মাথায় রাখতে হবে। ২০ বছরের নিচে যাদের বিয়ে হয় অথবা বয়স হয়ে, ৪০-৪৫ বছরের ওপরে যাদের বিয়ে হচ্ছে, তাদের ক্ষেত্রে এটা হওয়ার আশঙ্কা খুব বেশি।
যমজ বাচ্চা যাদের হচ্ছে, তাদের ক্ষেত্রে এটা হওয়ার আশঙ্কা বেশি। কারো মাবোনের ছিল তার ক্ষেত্রে এটা হওয়ার আশঙ্কা খুব বেশি। কারো আগের গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ ছিল, তার ক্ষেত্রে এটির আশঙ্কা বেশি। যার প্রেগনেন্সি ছাড়াও অন্য সময় উচ্চ রক্তচাপের সমস্যা থাকে, তার ক্ষেত্রে এটি হওয়ার আশঙ্কা বেশি। মানে এই ঝুঁকির কারণ গুলো যদি কারো মধ্যে থাকে, পাশাপাশি ওজনাধিক্য থাকে তাদের সমস্যা হওয়ার আশঙ্কা থাকে। আবার তার ওজন ভালো ছিল, তবে গর্ভাবস্থায় যেভাবে বাড়ার কথা, সেভাবে বাড়ছে না, সেই ক্ষেত্রে এই প্রি-একলামসিয়া হওয়ার আশঙ্কা বেশি। তার কিন্তু শরীরে পানি আসার কথা নয়, তবে হাত পা প্রচণ্ড ফুলে গেছে। সেই ক্ষেত্রেও তার প্রি-একলামসিয়া হওয়ার আশঙ্কা বেশি।
কোনো রোগী যদি মনে করেন এই ঝুঁকিগুলো তাঁর মধ্যে তৈরি হচ্ছে, তাহলে প্রথম থেকেই তাঁকে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে থাকতে হবে।