গর্ভধারণের আগে পরামর্শ

গর্ভধারণের আগে পরামর্শ নেওয়া জরুরি। গর্ভধারণের আগে কিছু পরামর্শ জানিয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৫২তম পর্বে কথা বলেছেন ডা. সায়লা পারভীন। বর্তমানে তিনি মহাখালী ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের গাইনি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : গর্ভধারণের আগে কী কী পরামর্শ দিয়ে থাকেন?
উত্তর : আমরা যদি বয়স দেখি বেশির দিকে, তার তিন মাসের মধ্যে যদি ভ্যাকসিন না নিয়ে থাকে, এমএমআর ভ্যাকসিন তিন মাসের মধ্যে নিয়ে নিলে ভালো হয়। কিছু ভিটামিন সাপ্লিমেন্ট আমরা দিই। ভিটামিন ই, এরপর জিংক, ফলিক এসিড—এগুলো খেলে শিশুর মস্তিষ্ক অনেক ভালো হয়। অ্যানোমালি অনেক কম হয়। সেটি অন্তত তিন মাস।
প্রশ্ন : আপনাদের কাছে যদি কেউ ছয় মাস বা এক বছর আগে থেকে আসেন, তখন কী করেন?
উত্তর : তখনো খেতে পারেন। সেটা আরো ভালো। টিটিনাসের পাঁচটি ভ্যাকসিন সে নিয়ে নিতে পারবে। এমএমআর ভ্যাকসিন নিতে পারবে। জন্ডিসের ভ্যাকসিন নিতে পারবে।
প্রশ্ন : এই ভ্যাকসিনগুলো কেন আপনারা নিতে বলেন? কী রয়েছে এতে?
উত্তর : এনকাফেলাইটিস হয়ে, একিউট হেপাটাইটিস হয়ে মায়ের মৃত্যু পর্যন্ত হতে পারে। গর্ভাবস্থা তো এমনিতেই একটু অন্য ধরনের প্যাথলজিক্যাল অবস্থা। সেখানে যদি আবার কোনো ভাইরাস ইনফেকশন হয়, হয়ে লিভারে আরো বেশি ক্ষতি হয়। সে জন্য হেপাটাইটিস বি ভ্যাকসিন নিতে পারে। এ ভ্যাকসিনও নিতে পারে। এগুলো নিয়ে নিলে খুব ভালো হয়। এমএমআর মানে হলো রুবেলা। রুবেলা ভ্যাকসিনটা নিয়ে নিতে হয়। কারণ, এটি এমন একটি ভাইরাস, এটি গর্ভাবস্থার প্রথম ট্রাইমিস্টারে হয়। সেটি এত অ্যানোমালি করে, চোখ-নাক থেকে শুরু করে মস্তিষ্ক থেকে, হার্ট থেকে শুরু করে সব জায়গায় সমস্যা করে। সেই বাচ্চা তো থাকবেই না। আর বেঁচে যত দিন থাকবে, মায়ের কষ্টের কোনো সীমা থাকবে না। সে জন্য এমএমআর ভ্যাকসিন সবার নিয়ে নেওয়া উচিত।