বিকেলে স্তন ক্যানসার প্রতিরোধে রবীন্দ্র সরোবোরে সমাবেশ

গতকাল ১০ অক্টোবর ছিল স্তন ক্যানসার সচেতনতা দিবস। দিবসটিকে কেন্দ্র করে ঢাকাসহ সারা দেশে নানা কর্মসূচি পালিত হচ্ছে। আজ বুধবার বিকেল রবীন্দ্র সরোবোরে এ বিষয়ে সমাবেশ অনুষ্ঠিত হবে।
বিষয়টি নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৭৩তম পর্বে কথা বলেছেন ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। বর্তমানে তিনি জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউটে ক্যানসার ইপিডেমিওলজি বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : স্তন ক্যানসার নিয়ে একটি জড়তা রয়েছে। এই জড়তার হাত থেকে কি বের করতে পেরেছেন মানুষকে?
উত্তর : গত কয়েক বছরের পরিবর্তনগুলো যদি দেখি, গণমাধ্যম এই দিনটিকে উপলক্ষ করে যেসব প্রতিবেদন করে, সেগুলো কাজে দেয়। আর আজ আমাদের একটি বিশেষ অনুষ্ঠান রয়েছে। আজ বিকেলে ধানমণ্ডির রবীন্দ্র সরোবরে নারী সমাবেশ হবে। সেখানে স্তন ক্যানসার নিয়ে একটি ব্যতিক্রমী ধরনের আলোচনা হবে। খুব কঠিন কোনো ভাষা নয়। সহজে যেন সবাই বুঝতে পারেন, এভাবে আলোচনা হবে। যারা এগুলো নিয়ে কাজ করেন, যারা স্তন ক্যানসারে আক্রান্ত রোগী বা স্তন ক্যানসার রোধে সক্ষম হয়েছেন,তারা কথা বলবেন। নারীরা তো আসবেনই, অন্যরাও আসুন। আমরা বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত আলোচনা করব। বাংলাদেশের ৬৮টি জেলায়, গতকাল, আজ এবং সামনের আরো কয়েকদিন মিলে দিবসটি পালন করা হচ্ছে।