কর্মস্থলে মানসিক চাপ নিয়ন্ত্রণ না করলে আর্থিক ক্ষতি

গতকাল ১০ অক্টোবর ছিল বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য’। দিবসটিকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের কনফারেন্স হলে বিকেলে ‘বাংলাদেশের প্রেক্ষাপটে কর্মস্থলে মানসিক স্বাস্থ্য’ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা কর্মক্ষেত্রে মানসিক চাপ নিয়ন্ত্রণ প্রসঙ্গে কথা বলেন। বক্তারা বলেন, কর্মস্থলে অনেকেই মানসিক চাপে ভোগেন। এর মধ্যে রয়েছে বিষণ্ণতা, দুশ্চিন্তা। কর্মস্থলে মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে না পারলে দেশ আর্থিক ক্ষতির সম্মুখীন হবে।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, এনডিসি। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক (ডিন জীববিজ্ঞান অনুষদ), অধ্যাপক ড. মুহাম্মদ ফারুক আলম (পরিচালক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা), ড. আবুল হোসেন (প্রকল্প পরিচালক, নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রাম, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়) এবং মো. সাইফুল ইসলাম, (সভাপতি এলএফএমইএবি, মহাব্যবস্থাপক, পিকারড বাংলাদেশ লিমিটেড)। সেমিনারের সভাপতি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ।
অধ্যাপক ড. নাসরীন আহমাদ বলেন, কর্মক্ষেত্রে অনেকেই মানসিক সমস্যায় ভোগেন। যেমন বিষণ্ণতা, দুশ্চিন্তা ইত্যাদি। সে ক্ষেত্রে কর্মস্থলে মনোবিজ্ঞানীদের সহযোগিতা একান্ত প্রয়োজন।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ফারুক আলম বলেন, রোহিঙ্গা ক্যাম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রছাত্রীরা যে ভূমিকা রাখছেন তা দেশের জন্য বিশাল অবদান। এ ছাড়া তিনি বিভিন্ন ধরনের কর্মক্ষেত্রে মানুষের মানসিক চাপ এবং সেটি নিরসনে চিকিৎসা মনোবিজ্ঞানীদের ভূমিকার কথা তুলে ধরেন।
বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির সম্পাদক মো. জাহির উদ্দিন সেমিনারে ‘কর্মস্থলে মানসিক স্বাস্থ্য প্রেক্ষাপট বাংলাদেশ’-এর ওপর মূল বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন, চিকিৎসা সমস্যা সংক্রান্ত সব তথ্য গোপনীয় থাকতে হবে। কর্মস্থলে মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে না পারলে দেশ সার্বিকভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হবে।
প্রধান অতিথির বক্তব্যে নাসিমা বেগম মানসিক স্বাস্থ্যের গুরুত্বের ওপর আলোকপাত করেন। এ ছাড়া নারীদের কর্মস্থলের পরিবেশ যাতে মানসিক স্বাস্থ্যের অনুকূল হয় সেই বিষয়ে কথা বলেন।