বিশ্ব স্বাস্থ্য দিবসে ডক্টরোলার আলোচনা সভা

গত সাত এপ্রিল, বৃহস্পতিবার পালিত হলো ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’। দিবসটি উপলক্ষে ঢাকার পাবলিক লাইব্রেরিতে Doctorola.com আয়োজন করে ‘আলোচনায় ডায়াবেটিস’ শীর্ষক একটি আলোচনা সভার।
সভা শেষে ছিল সরাসরি প্রশ্নোত্তর পর্ব। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল চিকিৎসাবিজ্ঞানের শিক্ষার্থী এবং ডাক্তারদের সংগঠন ‘প্লাটফর্ম’।
এবার বিশ্ব স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল ডায়াবেটিস। যার স্লোগান ছিল ‘বিট ডায়াবেটিস’ বা ‘রুখো ডায়াবেটিস’। তাই ডায়াবেটিসকে ঘিরেই ছিল Doctorola.com-এর আয়োজন।
সভায় ডায়াবেটিস নিয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন উপস্থিত বরেণ্য ডায়াবেটিস বিশেষজ্ঞ চিকিৎসকরা।
সভায় বক্তব্য রাখেন অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী (ডিরেক্টর, ল্যাব সার্ভিসেস, বারডেম), সহকারী অধ্যাপক ডা. শাহজাদা সেলিম (এন্ডোক্রিনোলজিস্ট, বিএসএমএমইউ), অধ্যাপক ডা. এম এ তাহের (নিউক্লিয়ার মেডিসিন এবং থাইরয়েড স্পেশালিস্ট), অধ্যাপক ডা. খাজা নাজিমউদ্দিন (ইন্টারনাল মেডিসিন, বারডেম) এবং ডা. ফারজানা ইব্রাহিম (প্লাস্টিক সার্জারি, বারডেম)। সভায় অংশগ্রহণ করেন দেশের বিভিন্ন পেশার দেড় শতাধিক অতিথি। অংশগ্রহণকারীদের ডায়াবেটিস সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপস্থিত বিশেষজ্ঞরা।
এ ছাড়া অনুষ্ঠান শেষে গত ৪ ফেব্রুয়ারি ক্যানসার দিবস উপলক্ষে অনুষ্ঠিত মেডিকেল ছাত্রছাত্রীদের ক্যানসার কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের ক্রেস্ট এবং সার্টিফিকেট দেওয়া হয়। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন দেশের বিভিন্ন মেডিকেল কলেজে অধ্যয়নরত আট শতাধিক ছাত্রছাত্রী। উপস্থিত অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত স্বনামধন্য বিশেষজ্ঞরা, ডক্টরোলা লিমিটেডের সিইও মোহাম্মাদ আবদুল মতিন ইমন ও থাইরয়েড ক্লিনিকের সিইও ডা. জাহিদুর রশিদ সুমন।
এ রকম একটি আলোচনা সভার আয়োজনের কারণ সম্পর্কে জানতে চাইলে Doctorola.com-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মাদ আবদুল মতিন ইমন বলেন, ‘সামাজিক দায়িত্ববোধ থেকেই ডক্টরোলার সৃষ্টি, তাই আমরা ডাক্তারদের খোঁজ ও অ্যাপয়েন্টমেন্ট সার্ভিসের পাশাপাশি বিভিন্ন রোগ ও স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকের আয়োজন।’
এ ছাড়া ডক্টরোলা করপোরেট ব্যক্তিদের স্বাস্থ্যসচেতনতা বাড়াতে ‘বিজি লাইফ হেলথ কানেক্ট’ নামে একটি ফ্রি ক্যাম্পেইন করছে। ফেসবুকে (fb.com/doctorolafans) প্রতিনিয়ত আয়োজন করা হচ্ছে ফ্রি মেডিকেল ক্যাম্প। আর সেখানে যে কেউ তাঁর রোগ সম্পর্কিত প্রশ্ন করে উত্তর পেয়ে যাচ্ছেন রেজিস্টার্ড ডাক্তারদের।
প্রতি বৃহস্পতিবার কালার্স এফএম ১০১.৬-এ ‘ডক্টরোলায় আমার ডাক্তার’ নামে চিকিৎসাবিষয়ক প্রশ্নোত্তরের সরাসরি অনুষ্ঠান চলছে, যেখানে প্রতি বৃহস্পতিবার উপস্থিত থাকেন একজন বিশেষজ্ঞ ডাক্তার। সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যে কেউ রোগ সম্পর্কিত প্রশ্ন করতে পারেন এই অনুষ্ঠানের মাধ্যমে।
প্রসঙ্গত, ডক্টরোলা বাংলাদেশের প্রথম অনলাইন ও কল সেন্টারভিত্তিক ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট সার্ভিস। বর্তমানে দেশজুড়ে কয়েক হাজার চিকিৎসকের খোঁজ ও অ্যাপয়েন্টমেন্ট করে দিচ্ছে ডক্টরোলা।