ডক্টরোলা ও জিডি অ্যাসিস্টের মধ্যে চুক্তি স্বাক্ষর

ডক্টরোলা লিমিটেড ও জিডি অ্যাসিস্ট লিমিটেডের মধ্যে পারস্পরিক সহযোগিতা সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত ৩১ জুলাই ঢাকার মহাখালীতে অবস্থিত জিডি অ্যাসিস্টের কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
ডক্টরোলা লিমিটেড (www.doctorola.com) একটি অনলাইন ও কলসেন্টারভিত্তিক সেবা প্রতিষ্ঠান, যার মাধ্যমে দেশজুড়ে সহজেই উপযুক্ত চিকিৎসকের খোঁজ ও অ্যাপয়েনমেন্ট পাওয়া যায়। এ ছাড়া স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতে অনলাইনে এবং অন্যান্য মাধ্যমে দেশব্যাপী ডক্টরোলার আরো অনেক কার্যক্রম রয়েছে।
জিডি অ্যাসিস্ট লিমিটেড, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মালিকানাধীন একটি প্রতিষ্ঠান এবং বাংলাদেশে মালয়েশিয়ান হেলথ কেয়ার ট্যুরিজম কাউন্সিলের অফিশিয়াল রিপ্রেজেন্টেটিভ।
এই চুক্তির অধীনে এখন থেকে ডক্টরোলা এবং জিডি অ্যাসিস্ট যৌথভাবে বিভিন্ন স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম পরিচালনা করবে। এ চুক্তির ফলে ডক্টরোলার মাধ্যমে মালয়েশিয়ায় ডাক্তারদের অ্যাপয়েনমেন্টও করা যাবে।
জিডি অ্যাসিস্টের সিইও সৈয়দ মইনউদ্দিন আহমেদ এবং ডক্টরোলার ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও মোহাম্মাদ আবদুল মতিন ইমন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় উপস্থিত ছিলেন জিডি অ্যাসিস্টের চেয়ারম্যান নাসির এ চৌধুরী এবং ডিরেক্টর ফারজানা চৌধুরী, জিডিআইসির এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এবং সিএফও নাজিম তারেক চৌধুরী, গ্রিন ডেল্টা সিকিউরিটিস লিমিটেডের সিইও ওয়াফি এস এম খান, ডক্টরোলা লিমিটেডের ডিরেক্টর অপারেশন্স সানজিদুল বারী এবং উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।