গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের কার্যালয়ে ডক্টরোলার স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা

অনলাইন ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট সার্ভিস ডক্টরোলা (doctorola.com) ৭ আগস্ট, রোববার ঢাকার গ্রিন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ও জি ডি অ্যাসিস্টের প্রধান কার্যালয়ে ডক্টরোলার ‘বিজি লাইফ হেলথ কানেক্ট’-এর অংশ হিসেবে একটি স্বাস্থ্য সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে।
এই স্বাস্থ্য সচেতনতা অনুষ্ঠানটি বিশেষভাবে আয়োজন করা হয় কোম্পানিদ্বয়ের নারী কর্মকর্তাদের জন্য। ডক্টরোলার পক্ষ থেকে স্বাস্থ্য আলোচনাটি করেন ডা. রায়াতুন তেহরিন। আলোচনায় কর্মক্ষেত্রে ও রোজকার জীবনে থাকা বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি এবং এগুলো থেকে পরিত্রাণের বিষয় নিয়ে আলোকপাত করা হয়। নারীদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা এবং পরিচর্যা সম্পর্কিত বিষয়ে অনুষ্ঠানে আলোচনা করা হয়। এ ছাড়া আলোচনার শেষে একটি উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়।
স্বাস্থ্য আলোচনা পর্বের শুরুতে এক সংক্ষিপ্ত উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডক্টরোলা লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোহাম্মাদ আবদুল মতিন ইমন, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের অ্যাডভাইজার নাসির এ চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর ও সিইও ফারজানা চৌধুরী এবং জি ডি অ্যাসিস্টের সিইও সৈয়দ মইনউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টরোলা লিমিটেডের ডিরেক্টর মো. সানজিদুল বারি এবং উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।
অন্যান্য কার্যক্রমের পাশাপাশি দেশের করপোরেট কর্মকর্তা-কর্মচারীদের জন্য ডক্টরোলা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে নিয়মিত আয়োজন করে আসছে ‘বিজি লাইফ হেলথ কানেক্ট’ নামের এই স্বাস্থ্য সচেতনতা আলোচনা অনুষ্ঠানের। যেকোনো প্রতিষ্ঠানই চাইলে অনুষ্ঠানটির আয়োজন করতে ডক্টরোলার সঙ্গে যোগাযোগ করতে পারেন ১৬৪৮৪ নম্বরে।