ঢাকা মেডিকেলে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে র্যালি

বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) উদ্যোগে সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়। আজ শনিবার (১৭ মে) সকালে হাসপাতাল প্রাঙ্গণে এ র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালির আগে সংক্ষিপ্ত আলোচনা পর্বে বক্তারা বলেন, উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক; যা দীর্ঘমেয়াদে হৃদ্রোগ, স্ট্রোক এবং কিডনি রোগের ঝুঁকি বহুগুণে বাড়িয়ে তোলে। দেশে প্রতি চারজনের একজন উচ্চ রক্তচাপে আক্রান্ত হলেও, অনেকেই বিষয়টি অজান্তেই বহন করছেন। আক্রান্তদের মধ্যে অর্ধেকেরও বেশি সঠিকভাবে নিয়ন্ত্রণে নেই।
তারা বলেন, উচ্চ রক্তচাপ প্রতিরোধে জীবনাচার পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক ওজন বজায় রাখা, ধূমপান পরিহার, সুষম খাদ্য গ্রহণ, নিয়মিত ব্যায়াম এবং সময়মতো রক্তচাপ পরিমাপ করা এই কয়েকটি অভ্যাস গড়ে তুলতে হবে।
র্যালিটি হাসপাতালের প্রধান ফটক থেকে শুরু হয়ে হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে শেষ হয়।
প্রসঙ্গত, ‘বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস’ প্রতি বছর ১৭ মে পালিত হয়ে থাকে, যার মূল লক্ষ্য সারা বিশ্বের মানুষকে রক্তচাপ বিষয়ে সচেতন করা এবং প্রতিরোধ ও নিয়ন্ত্রণে উৎসাহিত করা।
র্যালিতে অংশগ্রহণ করেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. কামরুল আলম, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. ফারুক আহামাদ, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. আসাদুজ্জামান ও কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. কাজী নজরুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক, নার্স ও শিক্ষার্থীরা।