সিরিজ নির্ধারণী ম্যাচে কে হচ্ছেন অধিনায়ক?

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। তিন ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা। ফলে সিরিজের শেষ ম্যাচে নির্ধারণ হবে শিরোপা ভাগ্য। কিন্তু এই ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ। চোটের কারণে ম্যাচটি থেকে ছিটকে গেছেন অধিনায়ক নুরুল হাসান সোহান। অধিনায়ক ছিটকে যাওয়াতে এখন প্রশ্ন উঠছে শেষ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন কে?
সোহানের বদলে নেতৃত্বের দায়িত্ব নিয়ে কথা উঠলে দুজনের নাম আগে আসে। একজন লিটন দাস, আরেকজন মোসাদ্দেক হোসেন সৈকত। দ্বিতীয় টি-টোয়েন্টি জয়ে দুজনই ছিলেন দলের নায়ক। একজন বোলিংয়ে দলকে পথ দেখিয়েছেন। আরেকজন ব্যাটিং দিয়ে গন্তব্যে নিয়ে গেছেন। ফলে স্বাভাবিকভাবেই এ দুজনের নাম আসে।
তবে দুজনের মধ্যে নিশ্চিতভাবে দায়িত্ব নেওয়ার জন্য এগিয়ে আছেন লিটন। কারণ লিটন দলের নিয়মিত ক্রিকেটার এবং নিয়মিত পারফর্মার। এ ছাড়া এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে দলকে এক ম্যাচে নেতৃত্বও দিয়েছিলেন তিনি। বোনাস হিসেবে থাকছে, টেস্টে বাংলাদেশ দলের সহ-অধিনায়ক ডানহাতি এই ব্যাটার। তাই শেষ টি-টোয়েন্টিতে টস করতে দেখা যেতে পারে লিটন দাসকে।
অন্যদিকে সৈকতের নাম আসার কারণ হলো, ঘরোয়া ম্যাচে অনেকবার নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে তাঁর। তাই কোনো কারণে যদি লিটন নেতৃত্ব না দেন তাহলে টস করতে পারেন আগের ম্যাচের জয়ের নায়ক সৈকত।
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি শেষেই আঙুলের চোটে ছিটকে গেছেন সোহান। শুধু টি-টোয়েন্টি সিরিজ নয় পুরো সফর থেকেই ছিটকে গেছেন এই উইকেটকিপার ব্যাটার।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে কিপিংয়ের সময় বাঁহাতের তর্জনিতে চোট পান সোহান। ম্যাচের পর এক্স-রে করানো হলে সেই আঙুলে চিড় ধরা পড়ে। পরে সংবাদ বিবৃতিতে তাঁর ছিটকে পড়ার কথা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
দলের সঙ্গে থাকা ফিজিও মুজাদ্দেদ আলফা সানি বলেন, ‘এই ধরনের চোট থেকে সেরে উঠতে তিন সপ্তাহের মতো সময় লাগে। তাই টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ ও ওয়ানডে সিরিজে তাকে পাওয়া যাবে না।’
দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফিরল। সিরিজ নির্ধারণী ম্যাচে আগামীকাল মঙ্গলবার ফের মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।