সিরিজ-সেরার পুরস্কার স্ত্রীকে উৎসর্গ করলেন লিটন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/02/28/liton-5.jpg)
আফগানিস্তানের বিপক্ষে চমৎকার একটি সিরিজ খেললেন লিটন দাস। প্রথম ম্যাচে ভালো করতে না পারলেও পরের দুই ম্যাচে দারুণ দুটি ইনিংস খেলেছেন। সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে পেয়েছেন সিরিজ-সেরার পুরস্কার।
তিন ম্যাচে একটি সেঞ্চুরি এবং একটি হাফসেঞ্চুরিতে ৭৪.৩৩ গড়ে ২২৩ রান করেন লিটন। প্রথম ম্যাচে ১ রান করলেও দ্বিতীয় ম্যাচে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন এই তারকা ওপেনার। খেলেন ১৩৬ রানের একটি ঝলমলে ইনিংস। আর তৃতীয় ম্যাচে দল হারলেও তিনি ৮৬ রান করেন।
পুরো সিরিজে ভালো খেলে ম্যান অব দ্য সিরিজের পুরস্কার জিতে এই পুরস্কার স্ত্রী সঞ্চিতা দাসকে উৎসর্গ করেন তিনি। সিরিজ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন বলেন, ‘আমার স্ত্রী আমাকে অনেক সাপোর্ট করেন। এই পুরস্কার তাকে উৎসর্গ করছি।’
নিজের সাফল্যে উচ্ছ্বসিত বাংলাদেশি এই তারকা বলেন, ‘নিজের পারফরম্যান্সে আমি অনেক খুশি। অবশ্য দল জিতলে পারফরম্যান্সের মূল্য বেড়ে যায়। আমার লক্ষ্য ছিল ৩৫ ওভার ব্যাট করা। ৪২ ওভার পর্যন্ত ব্যাট করতে পারলে খেলার দৃশ্যপট ভিন্ন কিছু হতে পারত।’