বিপিএল এলেই ভাবি কখন চ্যাম্পিয়ন হব : নাফিসা কামাল
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/09/24/nafisa.jpg)
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে) বড় নাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বড় বড় তারকাদের ভেড়ানোর পাশাপাশি মাঠের পারফরম্যান্সেও আধিপত্য তাদের। টুর্নামেন্টে সর্বোচ্চবার চ্যাম্পিয়ন হওয়ার পরিসংখ্যান অন্তত সেটাই বলে। আসন্ন বিপিএলেও শিরোপা ধরে রাখার স্বপ্ন বুনছে কুমিল্লা। দলটির সত্ত্বাধিকারী নাফিসা কামাল জানালেন তেমনটাই।
বিপিএলে গত দুবারের শিরোপা গিয়েছে কুমিল্লার ঘরে। হ্যাটট্রিক শিরোপা জয়ের আশায় দশম আসরে মাঠে নামবে দলটি। ২০২৪ বিপিএলকে সামনে রেখে আজ রোববার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে হয়ে গেল প্লেয়ার্স ড্রাফট। দেশি-বিদেশি তারকাদের সমন্বয়ে এবারেও ব্যতিক্রম ঘটেনি কুমিল্লার দল গঠনে।
গত মৌসুমের মতো এবারও দলে আছেন ইমরুল কায়েস, লিটন দাস, মুস্তাফিজুর রহমানরা। মঈন আলি, আন্দ্রে রাসেল, সুনিল নারাইন, মোহাম্মদ রিজওয়ানদের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছেন ওয়েস্ট ইন্জিজের রাকিম কর্নওয়াল।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সম্ভাবনা, দলের অধিনায়ক ও ড্রাফট নিয়ে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেন দলটির সত্ত্বাধিকারী নাফিসা কামাল। দল নিয়ে নাফিসা বলেন, ‘আজকের ড্রাফটা আমাদের ভাগ্যের ওপরে। আমাদের একটা পরিকল্পনা থাকে সবসময়ই। সেই অনুযায়ী প্রত্যাশা ৮০ ভাগ পূর্ণ হয়েছে। আর বিদেশিদের নিয়ে আমি শতভাগ সন্তুষ্ট হওয়া না পর্যন্ত কাজ করি।’
গত দুই আসরেই কুমিল্লার অধিনায়ক ছিলেন ইমরুল কায়েস। এবারও তিনি থাকবেন নাকি নতুন কেউ আসবে ? কুমিল্লার সত্ত্বাধিকারীর জবাব, ‘লোকাল খেলোয়াড়দের মধ্য থেকেই কেউ হবেন অধিনায়ক। সেটি নিয়ে এখনও ভাবিনি।’
নির্দিষ্ট কোনো খেলোয়াড়কে দলে না পাওয়ার অতৃপ্তি আছে কিনা সে প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আসলে ওভাবে ভাবিনি। আমরা ভাবি, আমাদের একটা ভালো ব্যাটার লাগবে। ভালো বোলার লাগবে, অলরাউন্ডার লাগবে। যারা যে কোনো সময় হাল ধরতে পারবে। সেভাবেই ভেবেছি।’
![](http://103.16.74.218/sites/default/files/styles/very_big_1/public/images/2023/09/24/naaphijaa_kaamaal.jpg)
শেষে নিজেদের প্রত্যাশার কথা জানান সফল এই দলের মালিক, ‘বিপিএলের নাম আসলেই আমরা ভাবি, কখন চ্যাম্পিয়নের ট্রফি জিতব। সব ক্ষেত্রে আমরা জিততে চাই, ভালো প্রভাব ফেলতে চাই। দর্শকরা যেভাবে সবসময় কুমিল্লাকে সমর্থন দিয়েছেন সেটা আশাকরি সামনেও করবেন। আমি চেষ্টা করি তার প্রতিদান দিতে। এবারও তার প্রতিদান দিতে চেষ্টা করব।’