রাজশাহীকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল চিটাগং

নতুন অধিনায়কের নেতৃত্বে মাঠে নেমেছে দুর্বার রাজশাহী। বিপিএলে আজ সোমবার (২০ জানুয়ারি) তাসকিন আহমেদের অধিনায়কত্বে চিটাগং কিংসের মুখোমুখি হয়েছে রাজশাহী। টস জিতে বোলিং বেছে নেন তাসকিন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চ্যালেঞ্জিং সংগ্রহ জমা করে কিংসের ব্যাটাররা। ২০ ওভারে সাত উইকেটে ১৯১ রান তোলে চিটাগং কিংস।
কিংসের ওপেনার নাঈম ইসলাম ভালো শুরু এনে দেন দলকে। ফিফটি তুলে নেন তিনি। ৪১ বলে পাঁচটি চার ও তিনটি ছক্কায় নাঈমের ব্যাট থেকে আসে ৫৬ রান। তবে, রান তুলতে পারেননি আরেক ওপেনার উসমান খান। শুরুতেই তার উইকেট হারায় কিংস। চার বলে সাত করেন উসমান।
ওয়ানডাউনে নামা গ্রাহাম ক্লার্ক চমৎকার এক ইনিংস খেলেন। রানআউটের দুর্ভাগ্যে কাটা পড়ার আগে ২৮ বলে ৪৫ রান তোলেন ক্লার্ক। ২০ বলে ৩২ রানের গতিশীল ইনিংস উপহার দেন কিংস অধিনায়ক মোহাম্মদ মিঠুন। শেষ দিকে রাহাতুল ফেরদৌস আট বলে ১৬ রানের ক্যামিও খেলে কিংসের রান ১৯০ পার করতে সাহায্য করেন।
রাজশাহীর পক্ষে দুটি করে উইকেট নেন তাসকিস ও মোহর শেখ। জিসান, সানজামুল নেন একটি করে উইকেট।