দলের সঙ্গে মিশে গেছেন হামজা চৌধুরী

প্রস্তুতির খুব একটা সময় না পাওয়ায় হামজা চৌধুরী কতটা মানিয়ে নিতে পারবেন, তা নিয়ে সন্দিহান ছিলেন অনেকেই। যদিও দিন চারেকের প্রস্তুতিতে সেই সন্দেহ দূর করে করেছেন ২৭ বছর বয়সী এই ফুটবলার। দলের সঙ্গে দ্রুতই মানিয়ে নিয়েছেন হামজা, এমনটাই জানিয়েছেন তার সতীর্থরা।
হামজা প্রসঙ্গে সহকারী কোচ হাসান আল মামুন বলেন, ‘ও (হামজা) দলের সঙ্গে মিশে গেছে। দেশ ও দলের জন্য ওর নিজের দায়িত্ববোধ আছে। প্রথম দিন থেকেই সে কোচিং স্টাফ ও সতীর্থদের সঙ্গে উজ্জীবিত। নিজে থেকেই সবাইকে সম্মান করছে, কথা বলছে।’
ডিফেন্সিভ মিডফিল্ডার হৃদয় বলেন, ‘হামজা অনেক উপরের লেভেলে ফুটবল খেলছেন, আমরা সবাই চেষ্টা করছি, উনার সাথে মানিয়ে নেওয়ার। সবসময় ইতিবাচকভাবে আমরা সবাই সবার সাথে কথা বলছি। যেভাবে আমরা মাঠে ফুটবল খেলতে পারলে ইতিবাচক ফল হবে, সেটা নিয়েই কথা বলছি।
এই ফুটবলার আরও যোগ করেন, ‘হামজা ভাইকে সবসময় জিজ্ঞেস করছি, কি করলে ভালো হয়, কোনটা আমাদের জন্য সেরা, যেহেতু একই সাথে মিডফিল্ড পজিশনে আমরা খেলছি, সবকিছু ইতিবাচক আছে।’
এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে হামজা চৌধুরীর। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলার স্কোয়াডে যোগ দেওয়ায় দলের সবাই উজ্জীবিত।