অভিষিক্ত হামজাকে নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ

বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো সমস্যা নেই হামজা দেওয়ান চৌধুরীর, এমন খবর নিশ্চিত হওয়ার পর সবার চোখ ছিল আজকের দিনটিতে। বাংলাদেশ-ভারত এর আগেও বহুবার মুখোমুখি হয়েছে। ফুটবলে বাংলাদেশের চেয়ে এগিয়ে ভারত, পাল্লা ভারী তাদের পক্ষেই। তবে, আজকের ম্যাচের আবেদন ছাপিয়ে গেছে সবকিছু। মঙ্গলবার (২৫ মার্চ) শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ম্যাচের সবটুকু আলো হামজার দিকে। যার কারণে এই ম্যাচ নিয়ে উন্মাদনা তুঙ্গে।
এএফপি এশিয়ান কাপ ২০২৭ এর বাছাইপর্বের প্রথম ম্যাচে বাংলাদেশ মাঠে নেমেছে হামজাকে নিয়েই। কোচ হাভিয়ের কাবরেরা একাদশ সাজিয়েছেন ৪-৩-৩ ফর্মেশনে। যেখানে শুরু থেকেই খেলছেন হামজা। এই ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষিক্ত হলেন তিনি। তবে, একাদশে নেই জামাল ভূঁইয়া। অধিনায়কত্ব করছেন তপু বর্মন।
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে ভারত। ভারতের র্যাঙ্কিং ১২৬, বাংলাদেশ আছে ১৮৫তম স্থানে। হেড টু হেডেও ভারতের চেয়ে অনেক পিছিয়ে জামাল-তপুরা। দুই দলের ৩১ বারের সাক্ষাতে ১৬ ম্যাচেই জয়ী হয়েছে সুনীল ছেত্রীরা। বাংলাদেশের জয় মাত্র তিনটিতে। ড্র হয়েছে ১২টি।
এই ম্যাচে অবশ্য পরিসংখ্যান মূখ্য নয়। ভারতও জানে এটি। বাংলাদেশের শক্তি বাড়িয়েছে হামজা। এটি মেনে তাকে নিয়ে পরিকল্পনা সাজিয়েছে ব্লু আর্মিরা। ভারত অধিনায়ক সন্দেশ জিনগান বলেছেন— ‘যখনই আমরা বাংলাদেশের মুখোমুখি হই, আমরা জানি, এটা এমন একটা ম্যাচ হতে যাচ্ছে যেখানে অনেক আবেগ ও হাই ইনটেনসিটি থাকবে। তারা আমাদের প্রতিবেশী, তাই আপনি এটা প্রত্যাশা করতেই পারেন। তাদের দলে হামজার মতো ভালো মানের ফুটবলার আছে। তাকে নিয়ে পরিকল্পনা সাজানো হয়েছে।’