ঈদশুভেচ্ছা জানাল বাফুফে

শান্তি ও সংযমের বার্তা নিয়ে আসে মাহে রমজান। এক মাসের সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহ পায় উৎসবের উপলক্ষ—ঈদুল ফিতর। মুসলিম উম্মাহর সবচেয়ে বড় দুটি উৎসবের একটি ঈদুল ফিতর। চলতি বছর বাংলাদেশে রোজার ঈদ পালিত হবে আগামীকাল সোমবার (৩১ মার্চ)। ঈদ উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
নিজেদের অফিসিয়াল ফেসবুকে দেওয়া পোস্টে আজ বাফুফে ছড়িয়েছে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা। বাফুফে লিখেছে, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে সকলকে জানাই ঈদুল ফিতরের প্রাণঢালা শুভেচ্ছা। সৌহার্দ্য ও সম্প্রীতিতে কাটুক এই খুশির দিন। ঈদ আনন্দ বহুগুণে ছড়াক সবার মাঝে। ঈদ মোবারক।’
দীর্ঘদিন পর দেশের ফুটবলে বইছে সুদিনের হাওয়া। হামজা চৌধুরীর আগমন বদলে দিয়েছে দৃশ্যপট। হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। ভক্ত-সমর্থকরাও ফের ফুটবলমুখো হয়েছেন। নিয়মিত খোঁজখবর রাখছেন। সরব হচ্ছেন সিন্ডিকেটের বিপক্ষে। সবমিলিয়ে, ফুটবলের ভালো সময় ঈদের আনন্দকে বাড়িয়ে দিচ্ছে বহুগণ।